কবে থেকে চালু ইন্টারনেট পরিষেবা? জরুরি শুনানির আবেদন প্রত্যাখান শীর্ষ আদালতের

মণিপুর প্রশাসনের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে....

মণিপুর প্রশাসনের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে....

author-image
IE Bangla Web Desk
New Update
The supreme court, manipur, manipur news, manipur violence, manipur internet ban, manipur clashes news, india, india news, indian express

অশান্তির আগুনে জ্বলছে পার্বত্য রাজ্য মণিপুর। কবে ইন্টারনেট পরিষেবা চালু হবে? এই নিয়ে জরুরি শুনানির আবেদন খারিজ করেছে শীর্ষ আদালত। মণিপুরে ইন্টারনেট পরিষেবা ফের চালুর আবেদনের জন্য দায়ের করা একটি পিটিশনের জরুরি শুনানি প্রত্যাখ্যান করেছে সুপ্রিম কোর্ট। মণিপুরের দুই বাসিন্দা ইন্টারনেট পরিষেবা নিয়ে আদালতে আবেদন করেন।

Advertisment

গত মাসে হিংসার ঘটনা শুরু হওয়ার পর রাজ্যজুড়ে ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়। ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। তবে আদালত এ বিষয়ে জরুরি শুনানি করতে অস্বীকার করেছে। মণিপুর মানবাধিকার কমিশন (MHRC) রাজ্য সরকারকে ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করার কথা বিবেচনা করতে বলেছে।

ইন্টারনেট পরিষেবা চালু করার বিষয়ে মণিপুরের দুই বাসিন্দা শীর্ষ আদালতে আবেদন দায়ের করেন। আদালত রাজ্যে ইন্টারনেট বন্ধের বিরুদ্ধে দায়ের করা আবেদনের জরুরি শুনানি প্রত্যাখ্যান করেছে। বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ উল্লেখ করেছে যে হাইকোর্ট ইতিমধ্যেই একই বিষয় বিবেচনা করছে।

Advertisment

মঙ্গলবার মণিপুর সরকার ইন্টারনেট পরিষেবার উপর নিষেধাজ্ঞা ১০ জুন পর্যন্ত বাড়িয়েছে। মণিপুর প্রশাসনের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে ব্রডব্যান্ড সহ মোবাইল ডেটা পরিষেবার স্থগিতাদেশ ১০ জুন বিকেল তিনটে পর্যন্ত বাড়ানো হয়েছে। ৩রা মে হিংসার ঘটনার পর রাজ্যে ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়।

অন্যদিকে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার বলেছেন যে মণিপুরের হিংসার ঘটনা দেশের অভ্যন্তরীণ একটি সমস্যা। এটি ভারতের 'অ্যাক্ট ইস্ট পলিসি'-তে কোন প্রভাব ফেলবে না। 'অ্যাক্ট ইস্ট পলিসি'র লক্ষ্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক সম্পর্কের মাধ্যমে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলা।

Manipur