Advertisment

কেন্দ্রকে সুপ্রিম নির্দেশ: জাতীয় স্বার্থে উপত্যকাকে এবার স্বাভাবিক করুন

৩৭০ ধারা রদের পর থেকেই জম্মু-কাশ্মীরে নানা বাধা নিষেধ আরোপ করেছে প্রশাসন। অভিযোগ এর ফলে সেখানকার স্বাভিক জনজীব ব্যহত। বিধি নিষেধ প্রত্যাহারের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়ে। সেই সব আবেদনের শুনানিতেই সোমবার কেন্দ্রকে এই নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জাতীয় সুরক্ষা বিবেচনা করে উপত্যকায় স্বাভাবিকতা পুনপ্রতিষ্ঠা করতে কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ৩৭০ ধারা রদের পর থেকেই জম্মু-কাশ্মীরে নানা বাধা নিষেধ আরোপ করেছে প্রশাসন। অভিযোগ এর ফলে সেখানকার স্বাভিক জনজীব ব্যহত। বিধি নিষেধ প্রত্যাহারের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়ে। সেই সব আবেদনের শুনানিতেই সোমবার কেন্দ্রকে এই নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।

Advertisment

৫ই আগস্ট জম্মু-কাশ্মীরে সংবিধান প্রদত্ত বিশেষ অধিকারের বিলুপ্তি ঘটায় কেন্দ্র। প্রায় এক মাসেরও বেশি সময় ধরে সেখানে জারি রয়েছে বিধি নিষেধ। বন্ধ যোগাযোগ মাধ্যম। এরই প্রতিবাদে কাশ্মীর টাইমসের এক্সিকিউটিভ এডিটর অনুরাধা ভাসিন সুপ্রিম কোর্টে মামলা করেন। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার জন্য সংবাদপত্র প্রকাশ করা যাচ্ছে না বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন: ফারুখ আবদুল্লাকে আটক করা নিয়ে কেন্দ্র ও জম্মু-কাশ্মীরকে সুপ্রিম নোটিস

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এসএ বোবদে ও বিচারপতি এসএ নাজির এদিনের শুনানিতে বলেন উপত্যাকার মধ্যে স্তব্ধতা বিরাজ করছে। এটা জম্মু-কাশ্মীর হাইকোর্টের বিচার্য বিষয়। এর আগে, ভাসিনের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রকে নোটিস পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট।

কাশ্মীর টাইমসের এক্সিকিউটিভ এডিটর অনুরাধা ভাসিনের বক্তব্যের বিরোধিতা করেন অ্য়াটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। কেন্দ্রের তরফে কোর্টকে তিনি জানান, সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের ফোন ও ইন্টারনেটের কানেকশন দেওয়া হয়েছে। দূরদর্শন সহ বেসরকারি একাধিক টিভি ও এফএম চালু রয়েছে। বিধি নিষেধ জারির পর থেকে কাশ্মীরের অবস্থা শান্ত রয়েছে। একটা গুলিও চলেনি। তাঁর সংযোজন, ১৯৯০ সাল থেকে জম্মু-কাশ্মীরে প্রায় ৪০,০০০ মানুষের প্রাণ গিয়েছে। বিছিন্নতাবাদীদের মদত দিয়েছে পাক হাই কমিশন। ৫ই আগস্টের আগেও রাজ্য প্রশাসনের উপর হামলা হয়েছে।

আরও পড়ুন: প্রয়োজনে উত্তরপ্রদেশেও লাগু হবে এনআরসি: যোগী আদিত্যনাথ

জম্মু-কাশ্মীরে প্রশাসনের নিয়ন্ত্রণ জারির বিরোধিতা করে একাধিক আবেদন জমা পড়েছিল। একযোগে সেই সব মামলারই এদিন শুনানি হয়। এদিন আদালত কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকে অনন্তনাগ, বারামুলা, জম্মু ও শ্রীনগরেযাওয়ার অনুমতি দিয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে বন্দি করা হয়েছে। প্রতিবাদে মামলা হয় সুপ্রিম কোর্টে। তার প্রেক্ষিতে এদিন আদালত কেন্দ্রকে নোটিস দিয়েছে। প্রয়োজনে শীর্ষ আদালতের প্রদান বিচারপতি নিজে কাশ্মীরে যেতে পারেন বলে জানিয়েছেন।

Read the full story in English

jammu and kashmir supreme court
Advertisment