New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/sabarimala-7591.jpeg)
স্পষ্ট করে কিছু জানাল না শীর্ষ আদালত
মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি এলএন রাও এবং দীনেশ মহেশ্বরীকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, আদালত শুধুমাত্র দুই মহিলার নিরাপত্তার বিষয় ছাড়া অন্য কিছুতেই হস্তক্ষেপ করবে না।
স্পষ্ট করে কিছু জানাল না শীর্ষ আদালত
২ জানুয়ারি শবরীমালা মন্দিরে প্রবেশ করা দুই মহিলার সর্বক্ষণের নিরাপত্তার দায়িত্ব নেবে কেরালা সরকার। শুক্রবার এই নির্দেশ জারি করল দেশের শীর্ষ আদালত। তবে ওই দুই মহিলার অন্যান্য দাবিতে হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি এলএন রাও এবং দীনেশ মহেশ্বরীকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ জানিয়েছে, আদালত শুধুমাত্র দুই মহিলার নিরাপত্তার বিষয় ছাড়া অন্য কিছুতেই হস্তক্ষেপ করবে না। সম্প্রতি কেরালা সরকার দাবি করেছে, আরও বেশি সংখ্যক মহিলা শবরীমালায় প্রবেশ করেছে। এই বিষয়েও মত প্রকাশ করতে নারাজ শীর্ষ আদালত। কেরালা সরকার শীর্ষ আদালতকে জানিয়েছে, গত বছরের ২৮ সেপ্টেম্বরের ঐতিহাসিক রায়ের পর মোট ৫১ জন মহিলা শবরীমালার গর্ভগৃহে প্রবেশ করেছে। শীর্ষ আদালত এই প্রসঙ্গে মন্তব্য করতে নারাজ।
SC directs Kerala to provide security to 2 women - Kanaka Durga & Bindu - who had entered precincts of Sabarimala temple. Court however refused to gets into other contentions raised by the women & also rejected their prayer to tag their plea with review petitions @IndianExpress
— Ananthakrishnan G (@axidentaljourno) January 18, 2019
শবরীমালায় প্রবেশ করা দুই মহিলা বিন্দু এবং কনকদুর্গার হয়ে আদালতে সওয়াল করা আইনজীবী ইন্দিরা জয়সিং মুখ্য বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চের সামনে আবেদনের প্রসঙ্গ তোলেন। বিন্দু জানিয়েছেন তাঁকে তাঁর গ্রামে সামাজিক বৈষম্যের শিকার হতে হয়েছে। নিজের শাশুড়ির কাছে কনকদুর্গার হেনস্থার প্রসঙ্গ আদালতকে মনে করিয়েছেন আইনজীবী ইন্দিরা জয়সিং।