কাশ্মীরিদের উপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। কাশ্মীরিদের উপর হামলার ঘটনা রুখতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। রাজ্যের ডিজিপি ও মুখ্যসচিবদের এজন্য উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে কাশ্মীরিদের উপর হামলার অভিযোগ উঠেছে। কোথাও কোথাও কাশ্মীরিদের বয়কটও করা হয়েছে বলে অভিযোগ।
এদিন এ ইস্যুতে কেন্দ্র, ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নোটিস দিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এলএন রাও ও বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ। কাশ্মীরিদের সুরক্ষা দেওয়ার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে পিটিশন দাখিল করা হয়। সেই মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন, কাশ্মীরিদের উপর হামলা নিয়ে সরব মমতা, নাম না করে নিশানা বিজেপিকে
উল্লেখ্য, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে কাশ্মীরিদের উপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন রাজ্যেই কাশ্মীরি পড়ুয়াদের উপর অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আতঙ্কে বহু কাশ্মীরিরাই বিভিন্ন রাজ্য ছাড়ছেন। যদিও কাশ্মীরি পড়ুয়াদের উপর হামলার কথা কার্যত অস্বীকার করেছেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর। ক’দিন আগেই জাভড়েকর বলেন, ‘‘কাশ্মীরি পড়ুয়াদের উপর হামলা চালানো হচ্ছে, এটা সত্য নয়। আমরা সব পড়ুয়াদের সঙ্গেই যোগাযোগ রাখছি। এরকম কোনও ঘটনা ঘটেনি।’’
সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট করার অভিযোগে দেশে কমপক্ষে ১০ জন কাশ্মীরি পড়ুয়াকে অভিযুক্ত করা হয়েছে। আরও ২৪ জন পড়ুয়াকে বিভিন্ন কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে বলে খবর।
Read the full story in English