scorecardresearch

গুরুতর অসুস্থ সত্যেন্দ্র জৈন, জামিন মঞ্জুর শীর্ষ আদালতের

৬ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট।

Satyendar Jain

সত্যেন্দ্র জৈনকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট। আর্থিক তছরূপ মামলায় গত এক বছর ধরে জেল বন্দী রয়েছেন দিল্লি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। শারীরিক অসুস্থতার কারণে সত্যেন্দ্র জৈনের ৬ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট।

গতকালই তিহাড় জেলের বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তাঁকে দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। গত পরশু রাতে তিহাড় জেলের বাথরুমে পা পিছলে পড়ে যান তিনি। জেলের হাসপাতালেই বেশ কয়েকদিন ধরে তাকে শারীরিক অসুস্থতার জন্য তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়।

তিহাড় জেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বিষয়টি নিশ্চিত করেছেন। পড়ে গিয়ে জৈনের পি্ঠে, পা এবং কাঁধে চোট লাগে বলেই জানা গিয়েছে। হাসপাতালে ভর্তি সত্যেন্দ্র জৈন। চিকিৎসার জন্য তাঁকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে আসা হয়। তিহার জেল প্রশাসন সূত্রে খবর, পড়ে গিয়ে সত্যেন্দ্র জৈন সামান্য আঘাত পেয়েছেন। এর আগেও সত্যেন্দ্র জৈন বাথরুমে পড়ে গিয়ে মেরুদণ্ডে গুরুতর চোট পান। গত এক সপ্তাহে এই দ্বিতীয়বার সত্যেন্দ্র জৈনকে হাসপাতালে ভর্তি হতে হল।

এর আগে দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে মেরুদণ্ডের সমস্যায় সোমবার সফদরজং হাসপাতালে আনা হয়েছিল। সফদরজং হাসপাতালের এক মুখপাত্র বলেছেন যে ‘জৈন নিউরোসার্জারি ওপিডি (আউট পেশেন্ট ডিপার্টমেন্ট) এর জন্য এসেছিলেন এবং সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা করেন। ফের তাকে হেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এক বছরে ৩৫ কেজি ওজন কমেছে তার।

৩১ মে ২০২২-এ সত্যেন্দ্র জৈনকে ইডি গ্রেপ্তার করেছিল। গত শুনানিতে জৈনের পক্ষে সুপ্রিম কোর্টে হাজির হয়ে সিনিয়র আইনজীবী অভিষেক সিংভি গত সপ্তাহে আদালতকে জানান যে প্রাক্তন মন্ত্রীর ওজন ৩৫ কেজি কমে গিয়েছে । পাশাপাশি অনান্য অনেক রোগেও ভুগছেন তিনি।

সুপ্রিম কোর্ট শুক্রবার আপ নেতা এবং দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে চিকিৎসার প্রয়োজনে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। গত বছরের মে মাস থেকে তিহাড় জেলে বন্দী ছিলেন তিনি। জেলে থাকা আপ নেতাকে তিহাড় জেলের বাথরুমের ভিতরেই পা পিছলে যাওয়াও তাঁকে লোক নায়ক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Sc grants aap leader satyendar jain 6 weeks interim bail day after he was admitted to icu