আদালত অবমাননায় সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত প্রশান্ত ভূষণ

আগামী ২০ অগাস্ট শাস্তির বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট এমনটাই জানান হয়েছে।

আগামী ২০ অগাস্ট শাস্তির বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট এমনটাই জানান হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
প্রয়াত প্রণব॥ ফের চিনা আগ্রাসন॥ জিডিপিতে বড় ধস॥ প্রশান্তের ১ টাকা জরিমানা

প্রশান্ত ভূষণকে ১ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

ভারতের প্রধান বিচারপতি এবং দেশের বিচারব্যবস্থার বিরুদ্ধে টুইট করার জন্য আদালত অবমাননার দায়ে প্রশান্ত ভূষণকে দোষী সাব্যস্ত করল সুপ্রিম কোর্ট।

Advertisment

আইনজীবি প্রশান্ত ভূষণের দুটি টুইটের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রেক্ষিতে তাঁকে দোষী সাব্যস্ত করে দেশের শীর্ষ আদালত। আগামী ২০ অগাস্ট শাস্তির বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট এমনটাই জানান হয়েছে। ঠিক আর কী বিষয়ে মামলা রুজু হয়েছিল সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

জুন মাসের ২৯ তারিখ প্রশান্ত ভূষণের নামে অভিযোগ নথিভুক্ত করা হয়। সেখানে বলা হয়েছিল প্রশান্ত ভূষণ একটি ছবি টুইট করেন। যেখানে দেখা যায় দেশের প্রধান প্রধানপতি এস এ বোবদে হার্লে ডেভিডসন বাইকে সওয়ার হয়েছেন।

শুনানির সময় বেঞ্চ ২৭ জুন প্রশান্ত ভূষণের পোস্ট করা বিচার বিভাগ সম্পর্কিত আরও একটি টুইটের বিষয়টিও উল্লেখ করেছিল যা বুধবার সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত হয়েছিল। বর্তমানে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলার পক্ষ হয়ে লড়াই করেছেন তিনি। যেখানে প্রধানমন্ত্রী কেয়ার্স ফান্ডকে জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলে স্থানান্তর করা হোক এই দাবির হয়ে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করছেন এই বর্ষীয়াণ আইনজীবি। এছাড়াও ইলেক্টোরাল বন্ড স্কিমকে চ্যালেঞ্জ জানানো অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস-এর হয়েও প্রতিনিধিত্ব করছেন।

Advertisment

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

supreme court