/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/ie-SC-New-Main.jpeg)
দিল্লি কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (ডিসিপিসিআর)ও বিবাহের স্বীকৃতির পক্ষে ওকালতি করেছে, শিশুদের ওপর এই ধরনের বিবাহের প্রভাবের বিষয়ে আদালতকে সহায়তা করার জন্য একটি হস্তক্ষেপ চেয়ে আবেদনও দায়ের করেছে। (এক্সপ্রেস ফাইল ছবি)
সুপ্রিম কোর্ট আগামিকাল সমকামী বিবাহের আইনি স্বীকৃতি চেয়ে আবেদনের ওপর তার রায় ঘোষণা করবে। এর আগে মে মাসে, ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সভাপতিত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ রায় স্থগিত রেখেছিলেন। এই বেঞ্চের অংশ বিচারপতি এসআরভাট বলেন, 'আমরা আইন প্রণয়নের নির্দেশ দিতে পারি না। নীতি প্রণয়নের নির্দেশ দিতে পারি না।' আবেদনে বলা হয়েছে, বিয়ে বেশ কিছু অধিকার, বিশেষাধিকার, বাধ্যবাধকতা নিয়ে আসে। যা, 'আইন দ্বারা প্রদত্ত এবং সুরক্ষিত'। দিল্লি কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (ডিসিপিসিআর) সমকামী বিয়ের স্বীকৃতির পক্ষে সওয়াল করেছে। শিশুদের ওপর এই ধরনের বিবাহের প্রভাবের ব্যাপারে আদালতকে সহায়তা করার জন্য একটি হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার, জাতীয় শিশু অধিকার সংস্থা এনসিপিসিআর, জমিয়তে-উলামা-ই-হিন্দ নামে ইসলামিক পণ্ডিতদের সংস্থা-সহ বিভিন্ন সংগঠন এই আবেদনের বিরোধিতা করেছে।
Supreme Court to pronounce judgment on petitions seeking legal recognition of same sex marriages tomorrow, October 17. @IndianExpress
— Ananthakrishnan G (@axidentaljourno) October 16, 2023
মোট ১৮টি দম্পতি স্বীকৃতি চেয়ে আদালতে এই আবেদন জানিয়েছে। আবেদনকারীরা শুনানির সময় যুক্তি দিয়েছিলেন যে ভারতে একটি 'বিবাহ-ভিত্তিক' সংস্কৃতি চলে। সেখানে সমকামী দম্পতিদের যে কোনও বিষমকামী দম্পতির মত একই অধিকার থাকা উচিত। বিশেষ করে আর্থিক, ব্যাংকিং এবং বিমা সংক্রান্ত সমস্যাগুলো, চিকিৎসা, উত্তরাধিকার, এমনকী, 'স্বামী'র মর্যাদার অনুপস্থিতিতে দত্তক গ্রহণ এবং সারোগেসির বিষয়গুলোরও মীমাংসা হওয়া উচিত বলেই আবেদনকারীরা আবেদনে জানিয়েছেন।