এলাহাবাদের নাম বদল নিয়ে যোগী সরকারকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। গত বছর এলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ রাখে উত্তরপ্রদেশ সরকার। যোগী সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। সেই মামলার প্রেক্ষিতে উত্তরপ্রদেশ সরকারকে এদিন নোটিস দিল দেশের শীর্ষ আদালত।
আরও পড়ুন: রাজনীতি করবেন না, জম্মু কাশ্মীর পরিদর্শনকারী কেন্দ্রীয় মন্ত্রীদের স্পষ্ট বার্তা মোদীর
উল্লেখ্য, ২০১৮ সালে উত্তরপ্রদেশের এলাহাবাদ জেলার নাম বদলে প্রয়াগরাজ রাখে উত্তরপ্রদেশ সরকার। এই নাম বদলের সঙ্গে এও জানানো হয় যে, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের নামও বদল করা হবে। যোগী আদিত্যনাথের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। উত্তরপ্রদেশের মন্ত্রী তথা সে রাজ্যের সরকারের মুখপাত্র সিদ্ধার্থনাথ সিং জানিয়েছিলেন, নাম বদলের দাবি দীর্ঘদিনের। এলাহাবাদের নাম বদলের পরই জল্পনা ছড়ায় যে এলাহাবাদ বিশ্ববিদ্যালয় ও এলাহাবাদ হাইকোর্টেরও নাম বদল করা হতে পারে। এ প্রসঙ্গে সিদ্ধার্থনাথ সিং বলেছিলেন, আগামী দিনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান, হাইকোর্ট, রেল স্টেশনের নাম বদলের প্রক্রিয়া কার্যকর করার পথে হাঁটা হবে।
আরও পড়ুন: নাগরিকত্ব আইন ‘অপ্রয়োজনীয়’, জানালেন শেখ হাসিনা
অন্যদিকে, এলাহাবাদের নাম বদল নিয়ে যোগী সরকারকে বিঁধতে আসরে নামে বিরোধীরা। জায়গার নাম বদল করে ইতিহাস বদলানো হচ্ছে বলে সরব হয় কংগ্রেস। এ ইস্যুতে সুর চড়ান সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও। উত্তরপ্রদেশের কংগ্রেস প্রধান রাজ ব্বর বলেন, গঙ্গা সাফাইয়েও একইরকম উৎহাস দেখানো উচিত ছিল বিজেপির।
Read the full story in English