Advertisment

টিকাকরণের জন্য কোউইন অ্যাপে নাম নথিভূক্তকরণ বাধ্যতামূলক, প্রশ্ন তুলল সু্প্রিম কোর্ট

টিকাকরণনীতি সুস্পষ্ট ও সরল করার জন্য কেন্দ্রকে পরামর্শ দেয় শীর্ষ আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
CoWIN vaccination app Supreme Court questions Centre

কোভিডের ভ্যাকসিনের জন্য কোউইন অ্যাপে নাম নথিভূক্তিকরণ বাধ্যতামূলক

কোভিডের ভ্যাকসিনের জন্য কোউইন অ্যাপে নাম নথিভূক্তিকরণ বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় সরকার, তবে এই প্রক্রিয়া নিয়ে সোমবার প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। এদিন কোভিড টিকাকরণ সংক্রান্ত এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে, কোউইন অ্যাপের ফলে গ্রামাঞ্চলের মানুষদের টিকা পেতে সমস্যা হতে হচ্ছে। ফলে গ্রামাঞ্চলে টিকাকরণের হারও বেশ কম। টিকাকরণ নিয়ে কেন্দ্রীয় নীতি সংশোধন প্রয়োজন বলেও শুনানিতে জানিয়েচে শীর্ষ আদালত।

Advertisment

ধাপে ধাপে প্রক্রিয়ায় মাধ্যমে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সকল দেশবাসীর টিকাকরণ সম্পূর্ণ করার লক্ষমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার।নির্দিষ্ট অ্যাপ কোউইনে রেজিস্ট্রেশনের মাধ্যমেই মিলছে টিকা গ্রহণের নির্দিষ্ট সময়। কিন্তু সোমবার সেই অ্যাপ নিয়ে প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন- করোনা টিকাকরণের সংশাপত্র দেখালে তবেই কেনা যাবে মদ! অভিনব নিদান

শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতিদের প্রশ্ন, কেন্দ্র কি মনে করে ডিজিটাল মাধ্যমে পরিযায়ী শ্রমিক, কৃষকরা সকলেই সক্রিয় ও স্বচ্ছন্দ? সবাই কোউইন অ্যাপ ব্যবহার করে টিকাকরণের জন্য নাম নথিভূক্ত করতে পারবেন? এরপরই টিকাকরণনীতি সুস্পষ্ট ও সরল করার জন্য কেন্দ্রকে পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট।

এদিনের শুনানিতে সরকারি ও বেসরকারি স্তরে টিকার দু’রকম দাম নিয়েও এদিনের শুনানিতে কেন্দ্রকে ভর্থসনা করে সুপ্রিম কোর্ট।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

supreme court Corona Vaccination CoWin Vaccination through CoWin App
Advertisment