Advertisment

স্টারলাইট প্লান্ট খোলার ব্যাপারে পরিবেশ আদালতের নির্দেশে সুপ্রিম সমর্থন

বিচারপতি আরএফ নারিম্যানের নেতৃত্বে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ এই ব্যাপারে শুনানি করেছে। গ্রিন ট্রাইবুনালের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। সে ব্যাপারে বেদান্ত সংস্থার কাছ থেকে বিশদে জানতে চায় শীর্ষ আদালতের বেঞ্চ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তুতিকোরিনের স্টারলাইট কপার প্লান্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল তামিলনাড়ু সরকার। সরকারের নির্দেশ খারিজ করে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল প্লান্ট খোলার নির্দেশ দিয়েছিল। এনজিটি-র নির্দেশে স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট।

Advertisment

বিচারপতি আরএফ নারিম্যানের নেতৃত্বে গঠিত শীর্ষ আদালতের বেঞ্চ এই ব্যাপারে শুনানি করেছে। গ্রিন ট্রাইবুনালের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। সে ব্যাপারে বেদান্ত গোষ্ঠীর কাছ থেকে বিশদে জানতে চায় শীর্ষ আদালতের বেঞ্চ।

আরও পড়ুন, অপসারণের সিদ্ধান্ত খারিজ, সিবিআই ডিরেক্টর পদে শর্তসাপেক্ষে পুনর্বহাল অলোক ভার্মা

তামিলনাড়ু সরকার  শীর্ষ আদালতে জানিয়েছিল, রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের জারি করা একাধিক নির্দেশ খারিজ করেছে  এনজিটি। অনেক ক্ষেত্রে তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে আগে জারি করা নির্দেশ তুলতে বাধ্য করা হয়েছে।

গত বছরের মে মাসে তামিলনাড়ুর তুতিকোরিনে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে অন্তত পাঁচজনের মৃত্যু হয়।  হতাহতরা সকলেই ওই এলাকায় স্টারলাইট গোষ্ঠীর ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট বন্ধ করার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল এলাকায় প্ল্যান্ট বসানোর পরে পরিবেশ দূষণ হচ্ছে, যার জেরে অসুস্থ হয়ে পড়ছেন ওই এলাকার মানুষজন। বেদান্ত লিমিটেডের কপার ইউনিট স্টারলাইট কপার সংস্থা দাবি করেছিল, সমস্ত নিয়মকানুন মেনেই তারা ওই এলাকায় এই ইউনিট বসিয়েছে।

Read the full story in English

tuticorin
Advertisment