SC refuses to stay order allowing puja in cellar of Gyanvapi mosque complex: জ্ঞানবাপী মসজিদ চত্বরের গর্ভগৃহে পুজোর অনুমতি প্রত্যাহারের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এর আগে হাইকোর্টও পুজোর অনুমতি প্রত্যাহারের আবেদন খারিজ করে দিয়েছিল। গত ৩১ জানুয়ারি, বারাণসী জেলা আদালত হিন্দুদের মসজিদ চত্বরের গর্ভগৃহে পুজোর অনুমতি দিয়েছিল। সেই অনুমতির বিরুদ্ধেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মসজিদ কমিটি। কিন্তু, হাইকোর্ট পুজোর অনুমতি বহাল রাখে। যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মসজিদ কমিটির সদস্যরা।
কিন্তু, সোমবার সুপ্রিম কোর্টও হাইকোর্টের সিদ্ধান্তই বহাল রাখল। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি। তাদের আবেদনের প্রেক্ষিতে রায় দিতে গিয়েই আদালত পুজোয় স্থগিতাদেশ দিতে রাজি হল না। এর আগে নিম্ন আদালত জানিয়ে দিয়েছিল যে, মসজিদ চত্বরের দক্ষিণ গর্ভগৃহে পুজোর সম্পূর্ণ অধিকার হিন্দুদের রয়েছে। ১৯৯৩ সালে সমাজবাদী পার্টির রাজ্য সরকার, জ্ঞানবাপী মসজিদের দক্ষিণ গর্ভগৃহে পুজোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই নিষেধাজ্ঞা সম্পূর্ণ 'অবৈধ' ছিল বলেই রায় দিতে গিয়ে জানিয়েছিল নিম্ন আদালত।
আদালত নির্দেশ দিয়েছিল, ওই জায়গাটি মন্দির না মসজিদ, তা সমীক্ষা করে জানাতে হবে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগকে। সেই নির্দেশের প্রেক্ষিতে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ সমীক্ষা করে জানিয়েছিল যে ওই জায়গাটি আগে মন্দিরই ছিল। তার কাঠামোতেই সে প্রমাণ রয়েছে। অর্থাৎ, মসজিদ তৈরির আগে সেখানে মন্দিরই ছিল। এরপরই বারাণসী জেলা আদালত, জ্ঞানবাপী মসজিদের দক্ষিণ গর্ভগৃহে হিন্দুদের পুজো করার অনুমতি দেয়। সঙ্গে আদালত জানিয়ে দেয়, একজন পুরোহিতকে মসজিদ চত্বরের দক্ষিণ গর্ভগৃহে পুজো করার অনুমতি দেওয়া হবে।
আরও পড়ুন- সাজানো ডিমও খ্রিস্টানদের ধর্মীয় উৎসবের অংশ! ইস্টারে কীভাবে জড়াল এই প্রোটিনজাতীয় খাদ্য?
সেই রায়ের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল মসজিদ কমিটি। কিন্তু, সেখানেও আদালত তাদের পক্ষে রায় না দেওয়ায়, মসজিদ কমিটি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।