'দেশের নাম ভারত না ইন্ডিয়া এবিষয়ে সুপ্রিম কোর্টের কিছু করার নেই'

নিজেদের জাতীয়তাবাদের গর্বকে জাগিয়ে তুলতে ইন্ডিয়া নয় দেশের নাম হোক ‘ভারত’ কিংবা ‘হিন্দুস্থান’, সুপ্রিম কোর্টে এই মর্মে জনস্বার্থ মামলা হয়।

নিজেদের জাতীয়তাবাদের গর্বকে জাগিয়ে তুলতে ইন্ডিয়া নয় দেশের নাম হোক ‘ভারত’ কিংবা ‘হিন্দুস্থান’, সুপ্রিম কোর্টে এই মর্মে জনস্বার্থ মামলা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
সুপ্রিম কোর্ট, sc

সুপ্রিম কোর্ট।

দেশের নাম শুধু 'ভারত' থাক, বাদ দেওয়া হোক 'ইন্ডিয়া'। সংবিধান সংশোধন করে এই কাজ করা হোক। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত জনস্বার্থ মামলায় বুধবার দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে জানিয়েছেন, 'এক্ষেত্রে আদালতের কিছু করণীয় নেই। সংবিধানেই 'ইন্ডিয়া'কে ভারত' বলে উল্লেখ করা হয়েছে।' তবে আবেদনকারীকে সরকারের কাছে প্রতিনিধিত্ব করার অনুমতি দিয়েছে সর্বোচ্চ আদালত।

Advertisment

দিল্লির বাসিন্দা সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করে দেশের সংবিধানের এক নম্বর ধারা থেকে 'ভারত' শব্দটি রেখে 'ইন্ডিয়া' শব্দটি বাতিলের আবেদন করেছিলেন। ব্রিটিশ শাসন এবং ঔপনিবেশকতার যে অতীত ইন্ডিয়া নামের সঙ্গে জড়িয়ে রয়েছে, তাকে বাতিল করে জাতীয়তাবাদকে প্রাধান্য দিতেই এই প্রস্তাব করেন ওই ব্যক্তি।

আদালতের কাছে আবেদনে জানানো হয়েছিল যে, 'ইংরেজি নামটি মুছে ফেলা হলে আমাদের নিজস্ব জাতীয়তাবাদ একটা স্থান পাবে। এটা আগামী প্রজন্মের জন্য গর্বের। ইন্ডিয়া নামের পরিবর্তে ভারত শব্দ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আমাদের পূর্বপুরুষদের লড়াই করে অর্জিত স্বাধীনতাকে মর্যাদা দেবে।' তার আগে সরকারের কাছে একটি আবেদনে বলা হয় যে ভারতীয় সংবিধানের নাম এবং অঞ্চল সম্পর্কিত ১ নং অনুচ্ছেদ অনুযায়ী ‘ইন্ডিয়া’ নাম বদলে ‘ভারত’ কিংবা ‘হিন্দুস্থান’ করা হোক।

এমনকী আবেদনে ভারতীয় সংবিধানের এক নম্বর অনুচ্ছেদ নিয়ে ১৯৪৮ সালে সংসদে যে তরজা হয় সেই প্রসঙ্গ এনে বলা হয় যে, সেই সময় ইন্ডিয়া নামকে ‘ভারত’ কিংবা ‘হিন্দুস্থান’-এ পরিবর্তন করার পক্ষে ছিলেন অনেকেই।

Advertisment

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

supreme court India