Advertisment

বেসরকারি ল্য়াবে নিখরচায় করোনা পরীক্ষা কেবল আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য়: সুপ্রিম কোর্ট

বেসরকারি ল্য়াবে নিখরচায় করোনা পরীক্ষার সুবিধা শুধু তাঁরাই পাবেন, যাঁরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির অন্তর্গত, নির্দেশ সুপ্রিম কোর্টের।

author-image
IE Bangla Web Desk
New Update
করোনাভাইরাস, করোনা, কোভিড ১৯, coronavirus covid 19

প্রতীকী ছবি।

বেসরকারি ল্য়াবরেটরিতে বিনামূল্য়ে করোনা পরীক্ষা নিয়ে নয়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বেসরকারি ল্য়াবে নিখরচায় করোনা পরীক্ষার সুবিধা শুধু তাঁরাই পাবেন, যাঁরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির অন্তর্গত এবং যাঁরা প্রধানমন্ত্রী জন আরোগ্য় যোজনার আওতাধীন। বেসরকারি ল্য়াবরেটরিতে বিনামূল্য়ে করোনা পরীক্ষার নির্দেশ নাকচ করার আর্জি জানিয়ে দেশের শীর্ষ আদালতকে হলফনামা দিয়েছিল আইসিএমআর। তারপরই এমন নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত।

Advertisment

উল্লেখ্য়, গত সপ্তাহে সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এস রবীন্দ্র ভাটের বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জানিয়েছিল, সরকারি ও বেসরকারি ল্য়াবে নিখরচায় করোনা পরীক্ষা করা উচিত। এদিকে, সর্বোচ্চ আদালতের এই রায় ঘিরে বিভ্রান্তি বাড়ে বেসরকারি ল্যাবরেটরি কর্তৃপক্ষের মধ্য়ে। পরীক্ষার জন্য ন্যূনতম খরচ কে বহন করবে? আপাতত এই প্রশ্নেই বিঘ্নিত বেসরকারি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা। সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ণে গ্রহণযোগ্য সমাধান নির্ণয়ের জন্য কেন্দ্রের মুখাপেক্ষী বেসরকারি ল্যাব কর্তৃপক্ষরা।

আরও পড়ুন: করোনায় ভারতে আটকে পড়া বিদেশিদের ভিসার মেয়াদ বাড়াল কেন্দ্র

এর আগে, ১২ টি রাজ্য়ে ৬৮টি বেসরকারি ল্য়াবে করোনা পরীক্ষার খরচ হিসেবে ৪ হাজার ৫০০ টাকা বেঁধে দিয়েছিল কেন্দ্র সরকার। বেসরকারি ল্য়াবের হয়ে সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা চালাচ্ছেন ডা. লাল প্য়াথল্য়াবসের ডা. অরবিন্দ লাল। তিনি দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছিলেন, ''সরকার আমাদের জানিয়েছেন, তারা এ ব্য়াপারটি দেখছে এবং আদালতের দ্বারস্থ হবে''।

বর্তমানে, আইসিএমআর পদ্ধতিতে ১৫১টি ল্য়াবে করোনা পরীক্ষা করা হচ্ছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ১০-১১ এপ্রিল ১৬ হাজার ৫৬৪ নমুনা পরীক্ষা করা হয়েছে। ১৪ হাজার ২১০ নমুনা সরকারি পরিষেবায় পরীক্ষা করা হয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Advertisment