Advertisment

পেগাসাস আড়িপাতাকাণ্ডের তদন্ত: পশ্চিমবঙ্গ সরকার গঠিত কমিশনে সুপ্রিম স্থগিতাদেশ

সুপ্রিম কোর্টের তত্বাবধানে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি পেগাসাস আড়িপাতাকাণ্ডের তদন্ত করছে। এই অবস্থায় কোনও পৃথক তদন্তের প্রয়োজন নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
SC stays proceedings of Bengal Lokur panel probing on Pegasus

পেগাসাসকাণ্ডে পৃথক তদন্ত কমিশনের প্রয়োজন নেই, মনে করছে সুপ্রিম কোর্ট।

পেগাসাস আড়িপাতাকাণ্ডে দেশজুড়ে হুলস্থূল পড়ে গিয়েছিল। কেন্দ্রকে নিশানা করে বিরোধী রাজনৈত্ক দলগুলি। আড়িপাতাকাণ্ডের কিনারায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে গড়া হয় তদন্ত কমিশন। শুক্রবার সেই কমিশনের কাজের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ সরকারের তরফে আড়িপাতাকাণ্ডের সত্য উদঘাটনে গড়া তদন্ত কমিশনের প্রদান করা হয়েছিল আবসরপ্রাপ্ত বিচারপতি মদন বি লকুরকে।

Advertisment

দেশের প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি হিমা কোহলির ডিভিশন বেঞ্চে এ দিন মামলার শুনানি হয়। সুপ্রিম কোর্টের তত্বাবধানে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি পেগাসাস আড়িপাতাকাণ্ডের তদন্ত করছে। এই অবস্থায় কোনও রাজ্যের তরফে পৃথক তদন্তের প্রয়োজন নেই বলেই মনে করছে সুপ্রিম কোর্ট। ফলে লকুর কমিশনের কাজের উপর স্থগিতাদেশ জারি করা হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির শুনানিতে জানান, রাজ্য সরকার নিযুক্ত কমিশন স্বতন্ত্র এবং স্বাধীন।

অভিযোগ, ইজরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করে বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের ফোনে আড়ি পাতা হচ্ছে, বাদ যানি দেশের কেন্দ্রীয় সরকারি নানা সিদ্ধান্তের প্রতিবাদী ব্যক্তিত্বরাও। এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায়। মামলা গড়ায় আদালতে। শুরুতেই উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। কেন্দ্র জানিয়েছিল যে বি।য়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত, তাই এজলাসে শুনানি না চালিয়ে বিশেষজ্ঞ দল গঠন করে এর বিচার চলুক। কেন্দ্রের এই আর্জিতে সন্তুষ্ট হননি প্রধান বিচারপতি এন ভি রামানার বেঞ্চ। এক্ষেত্রে কোর্ট নির্বাক থাকতে পারে না বলে জানানো হয়। গত ২৭ অক্টোবর অক্টোবর পেগাসাসকাণ্ডের তদন্তে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে সুপ্রিম কোর্ট।

এর মধ্যেই একই ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারের তরফে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয় হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন বি লকুরকে। এই কমিটির অন্য সদস্য হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য।

ইন্টারন্যাশনাল মিডিয়া কনর্সটিয়ামের প্রকাশিত রিপোর্ট অনুশারে, ইজরায়েলি স্পাইওয়্যারকে হাতিয়ার করে ৩০০ ভেরিফায়েড মোবাইল ফোন নম্বরে আড়িপাতা হয়েছিল।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Pegasus Spyware Pegasus Pegasus spyware India Pegasus Issue Mamata Banerjee West Bengal supreme court
Advertisment