Advertisment

চার বছর বয়সীকে ধর্ষণ: আসামির মৃত্যুদণ্ড স্থগিত শীর্ষ আদালতে

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিকতম রিপোর্ট অনুসারে দেখা গিয়েছিল ২০১৬ সালে দেশে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। এই রিপোর্ট প্রকাশের পরেই মধ্যপ্রদেশ সরকার কঠোরতম দণ্ডের বিল পাস করে।

author-image
IE Bangla Web Desk
New Update
rape, ধর্ষণ

০১৬ সালে দেশে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। (প্রতীকী ছবি)

মধ্যপ্রদেশে চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যায় অপরাধীর মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। সংবাদসংস্থা এএনআই এ খবর জানিয়েছে। সম্প্রতি মধ্যপ্রদেশ সরকার নতুন আইন জারি করেছে, যাতে ১২ বছর বা তার  অনূর্ধ্ব বয়সী মেয়েদের ধর্ষণের অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে।

Advertisment

এএনআই রিপোর্ট অনুসারে, মধ্যপ্রদেশ হাইকোর্টের জব্বলপুর বেঞ্চ এই অপরাধীকে মত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল। গত বছর ডিসেম্বরে এই নতুন বিল জারি করা হয়। তার পর থেকে অপ্রাপ্তবয়স্ক ধর্ষণের ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিকতম রিপোর্ট অনুসারে দেখা গিয়েছিল ২০১৬ সালে দেশে সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। এই রিপোর্ট প্রকাশের পরেই মধ্যপ্রদেশ সরকার কঠোরতম দণ্ডের বিল পাস করে। বিল অনুসারে ধর্ষণের অপরাধীদের ১৪ বছর সশ্রম কারাদণ্ড অথবা মৃত্যুকাল পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ১২ বছর বা তার অনূর্ধ্বদের ক্ষেত্রে ন্যূনতম সাজার পরিমাণ ২০ বছরের সশ্রম কারাদণ্ড।

মধ্যপ্রদেশের পর হরিয়ানা, রাজস্থান এবং অরুণাচল প্রদেশও একই ধরনের আইন পাশ করেছে, এ ধরনের আইন পাশ করানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে দিল্লি এবং জম্মু-কাশ্মীরও। মধ্যপ্রদেশের এই বিলটি রাষ্ট্রপতির অনুমোদন এখনও পায়নি। তবে এ বছরের এপ্রিলেই কেন্দ্র অপ্রাপ্তবয়স্কদের ধর্ষণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের অর্ডিন্যান্স পাশ করেছে। সে অর্ডিন্যান্সের অনেকটাই মধ্যপ্রদেশের বিল থেকে নেওয়া। এ বছরের জুলাই মাসে লোকসভায় এই অর্ডিন্যান্স পাশ হয়। এই বিলে সমস্ত ধর্ষণ মামলার সমাধান ২ মাসের মধ্যে সেরে ফেলার সময়সীমা ধার্য করা রয়েছে। এই অর্ডিন্যান্স অনুসারে ১৬ বছরের নিচে কোনও মেয়েকে ধর্ষণ বা গণধর্ষণের মামলায় অভিযুক্ত কোনও ব্যাক্তি আগাম জামিন পাবেন না।

rape rape law death penalty supreme court
Advertisment