scorecardresearch

রাহুলকে সাজা দিয়েছিলেন, সেই বিচারক-সহ ৬৮ জনের পদোন্নতি আটকে দিল সুপ্রিম কোর্ট

বিচারপতি হরিশ ভার্মার সিদ্ধান্তের জেরে লোকসভার সদস্যপদ হারাতে হয় রাহুল গান্ধীকে।

ed can't take major action against sanjay basu says sc
সুপ্রিম কোর্ট।

গুজরাট আদালতের ৬৮ জন বিচার বিভাগীয় কর্মকর্তার পদোন্নতি স্থগিত করল সুপ্রিম কোর্ট। তালিকায় রয়েছেন রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করা বিচারপতি হরিশ ভার্মাও।

শুক্রবার সুপ্রিম কোর্ট ৬৮ জন বিচার বিভাগীয় আধিকারিকের পদোন্নতি স্থগিত করেছে। জেলা জজ হিসাবে নিয়োগের গুজরাট হাইকোর্টের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত। আদালত বিষয়টি বিচারাধীন থাকা সত্ত্বেও পদোন্নতির বিজ্ঞপ্তি জারি করার জন্য গুজরাট সরকারকে তিরস্কার করেছে।

বিচারপতি এমআর শাহ এবং বিচারপতি সিটি রবিকুমারের দুই বিচারপতির বেঞ্চ বিচার বিভাগীয় কর্মকর্তাদের পদোন্নতির জন্য গুজরাট হাইকোর্টের সুপারিশ এবং গুজরাট সরকার এটি বাস্তবায়নের জন্য জারি করা নোটিশের ওপর স্থগিতাদেশ জারি করেছে। শুক্রবার সুপ্রিম কোর্ট ৬৮ জন বিচার বিভাগীয় কর্মকর্তার পদোন্নতি স্থগিত করেছে, যার মধ্যে রয়েছেন বিচারক হরিশ ভার্মাও।

যিনি রাহুল গান্ধীকে মোদী পদবী নিয়ে মন্তব্য মামলায় দোষী সাব্যস্ত করেছিলেন। উচ্চ আদালত তার পর্যবেক্ষণে বলেন, বর্তমানে পদোন্নতি পাওয়া বিচারকদের তাদের মূল পদে ফেরত পাঠাতে হবে। বিচারপতি এমআর শাহ ও বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ এই সিদ্ধান্ত দিয়েছে। বেঞ্চ আরও স্পষ্ট করেছে যে বর্তমান স্থগিতাদেশ সেই সমস্ত পদোন্নতির ক্ষেত্রেও প্রযোজ্য হবে যাদের নাম মেধা তালিকায় প্রথম ৬৮ জন প্রার্থীর মধ্যে নেই। বিচারপতি হরিশ ভার্মার সিদ্ধান্তের জেরে লোকসভার সদস্যপদ হারাতে হয় রাহুল গান্ধীকে। ১৩ এপ্রিল

২০১৯-এ কর্ণাটকের কোলারে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল বলেছিলেন, ‘কেন সব চোরের পদবী মোদী’ই হয় ? রাহুলের এই বক্তব্যের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের করা হয়। বিচারকদের পদোন্নতির বিষয়ে, সুপ্রিম কোর্ট বলেছে, ‘এটা উল্লেখ করা দরকার যে গুজরাট নিয়োগের নিয়ম অনুসারে, বিচারপতিদের পদোন্নতি যোগ্যতা ও সিনিয়ারিটির ওপর ভিত্তি করেই হয়ে থাকে। সুতরাং, আমরা মনে করি যে রাজ্য সরকার যে আদেশ জারি করেছে তা বেআইনি।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Sc stays gujarat government decision to promote 68 judicial officers as district judges