করোনা সংরক্রমণে রাশ টানতে মানবদেহে জীবাণুনাশক স্প্রে কিংবা স্যানিটাইজেশন টানেল পদ্ধতি এসব বন্ধের জন্য কেন্দ্রকে বৃহস্পতিবার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এমনকী স্বাস্থ্য সম্পর্কিত ঝুঁকির কথা চিন্তা করে অতি বেগুনি রশ্মির মাধ্যমে জীবাণুনাশের পদ্ধতিও বন্ধ করতে হবে, এমনটাই জানিয়ে দেওয়া হয় দেশের শীর্ষ আদালতের তরফে। এই আদেশ কার্যকর করতে সরকারকে এক মাস সময় দেওয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় ফের ভারতে উর্ধ্বমুখী করোনা সংক্রমণ। আক্রান্ত হয়েছে ৫০ হাজারেরও বেশি। ১০ দিনের মধ্যে ফের করোনার এহেন মাথাচাড়া দিয়ে ওঠা চিন্তায় ফেলেছে স্বাস্থ্য মহলকে। বৃহস্পতিবার দেশে মোট করোনা ভাইরাস সংক্রামিতের সংখ্যা পৌঁছেছে ৮০ লক্ষ ৩০ হাজারের কোঠায়। বেড়েছে মৃত্যু মিছিলও। দেশে কোভিড-১৯ হানায় মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৩১৫ জনের।
আরও পড়ুন, বাংলায় শীতের আমেজ, কলকাতায় ২০ ডিগ্রিতে নামল পারদ
দিল্লিতে করোনা সংক্রমণ বাড়ছে। গত কয়েক দিনে রেকর্ড সৃষ্টি করে রোজ পাঁচ হাজারের উপর নতুন আক্রান্ত ধরা পড়েছে। চলতি সপ্তাহে তা একলাফে প্রায় সাত হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে। দিল্লি স্বাস্থ্য দফতরের বুধবার (৪ নভেম্বর)-এর রেকর্ড অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে কোভিড পজিটিভ ৬,৮৪২ জন। দিল্লিতে এদিন পর্যন্ত এটাই সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।
তবে বাংলায় কিছুটা কমেছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা-মুক্ত হয়েছেন ৪ হাজার ১২৯ জন। সবমিলিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৪৬ হাজার ২৬২ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে ৮৮.৮৮ শতাংশ।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন