Advertisment

পেগাসাসকাণ্ডে উত্তাল দেশ, তদন্তের দাবিতে সুপ্রিম শুনানি আগামী বৃহস্পতিবার

ফোনে আড়িপাতাকাণ্ডের অভিযোগ ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি।

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court Pegasus

আড়িপাতাকাণ্ডে সুপ্রিম শুনানি।

ফোনে আড়িপাতাকাণ্ডের অভিযোগ ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। সংসদে কেন্দ্রীয় সরকারের তরফে জবাবদিহির দাবি করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু, সেখানে আলোচনায় রাজি নয় সরকার। এই পরিস্থিতিতে আড়িপাতাকাণ্ডের তদন্তে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সাংবাদিক এন রাম ও শশী কুমার। এছাড়াও একই দাবিতে মামলা করেছেন সিপিএম সাসংদ জন ব্রিট্টাস, আইনজীবী এন এল শর্মাও। আড়িপাতাকাণ্ডে অবসরপ্রাপ্ত বা বর্তমান বিচারপতির দায়িত্বে তত্ত্বাবধানে বিশেষ তদন্তকারী দল গড়ে ফোনে আড়ি পাতার তদন্তের দাবি করেছেন তাঁরা। পেগাসাস স্পাইওয়্যার কখন কেনা হয়েছিল, কীভাবে ব্যবহার হয়েছিল, সরকার প্রত্যক্ষ নাকি পরোক্ষে ওই স্ফাই ওয়্যার ব্যবহারের অনুমতি দিয়েছিল তা জানাতে শীর্ষ আদালত কেন্দ্রকে নির্দেশ দিক, এই আর্জি জানানো হয়েছে। আগামী বৃহস্পতিবার এই মামলার শুনানু হবে সুপ্রিম কোর্টে।

Advertisment

গত শুক্রবার শুনানির জন্য মামলাটি তালিকাভুক্ত করার অনুরোধ করেছিলেনে মামলাকারীদের আইনজীবী কপিল সিব্বল। সেই অনুরোধ সাড়া দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা। আগামী বৃস্পতিবার হবে মামলার শুনানি। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারপতির বেঞ্চে হবে শুনানি। বেঞ্চের অপর বিচারপতি হলেন সূর্যকান্ত।

পেগাসাসকাণ্ডে দেশের একাধিক মন্ত্রী, বিরোধী নেতা সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিচারপতি, সরকারি আমলা, সাংবাদিক থেকে সমাজকর্মীদের ফোনে আড়ি পাতা হয়েছে বলে খবরে প্রকাশ। কারপর থেকেই মোদী সরকারের বিরুদ্ধে আড়ি পাতার অভিযোগ তুলছেন বিরোধিরা। আড়িপাতার বিষয়টি যোগাযোগ ও বৌদ্ধিক গোপনীয়তার অধিকারের পরিপন্থী বলে অভিযোগ করেছেন এন রাম ও শশী কুমার। ভারতীয় গণতন্ত্রের উপর আঘাত বলে সুপ্রিম কোর্টের আবেদনে উল্লেখ করেছেন আইনজীবী শর্মা।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Pegasus spyware India Pegasus Spyware supreme court
Advertisment