আদানি বিতর্কে নয়া মোড়, শুক্রেই সুপ্রিম শুনানি

আবেদনে ৫০০ কোটির বেশি ঋণের অনুমোদনের জন্য একটি বিশেষ কমিটি গঠনের দাবি করা হয়েছে।

Supreme Court suspends CBI-ED probe into municipal recruitment corruption
সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালতের তত্ত্বাবধানে হিন্ডেনবার্গ রিপোর্টের তদন্তের দাবি। এভার সেই দাবিকেই মান্যতা দিল শীর্ষ আদালত। আগামীকালই হিডেনবার্গ রিপোর্ট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হবে। আদানি গোষ্ঠীকে নিয়ে মার্কিন শর্টসেলার প্রতিষ্ঠানের একটি রিপোর্টকে কেন্দ্র করে উতাল দেশের রাজনীতি। একাধিক অভিযোগ নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করে হিন্ডেনবার্গ রিসার্চ। এই ঘটনায় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্তের দাবিতে আবেদন করা হয়েছিল সর্বোচ্চ আদালতে। শুক্রবার সেই আবেদনের প্রেক্ষিতে শুনানিতে সম্মতি জানাল সর্বোচ্চ আদালত।

আইনজীবী বিশাল তিওয়ারি জমা করা আবেদনে বলা হয়েছে, “হিন্ডেনবার্গ রিপোর্টকে কেন্দ্র করে গৌতম আদানির সম্পদের পরিমাণ অর্ধেক হয়ে গিয়েছে, শেয়ার বাজার অভূতপূর্ব ক্ষতির সম্মুখীন হয়েছে। রিপোর্ট সামনে আসার পর, সমস্ত ১০টি আদানি স্টকের বাজার মূল্য অর্ধেক হয়ে গেছে এবং বিনিয়োগকারীরা বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন”।

দুটি আবেদনের প্রেক্ষিতে এই শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালতে। আইনজীবী এমএল শর্মা এবং বিশাল তিওয়ারির দায়ের করা জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই শুনানি হবে বলে জানা গিয়েছে। হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্টের তদন্তের জন্য দায়ের করা পিটিশন শুক্রবার শুনানি করতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। পিটিশনে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে রিপোর্টের পরিপ্রেক্ষিপ্তে তদন্ত চাওয়া হয়েছে। পিটিশনে বলা হয়েছে, আদালতের উচিত কেন্দ্রীয় সরকারকে এ জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া।

আরও পড়ুন: [ ৫৬ হাজারের মাফলার! বিজেপির কটাক্ষের মুখে মল্লিকার্জুন খড়গে ]

আবেদনে ৫০০ কোটির বেশি উচ্চ ক্ষমতার ঋণের অনুমোদনের জন্য একটি বিশেষ কমিটি গঠনের দাবি করা হয়েছে। সুপ্রিম কোর্টে হিন্ডেনবার্গ রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত করার দাবি উঠেছে। সুপ্রিম কোর্টকে একটি বিশেষ তদন্ত দল (SIT) গঠনের নির্দেশ জারি করারও অনুরোধ করা হয়েছে। এর পাশাপাশি সেবি, সিবিআই এবং ইডি সহ অন্যান্য তদন্তকারী সংস্থাকে এসআইটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। আইনজীবী বিশাল তিওয়ারি প্রধান বিচারপতি বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের কাছে দ্রুত শুনানির দাবি জানিয়েছেন।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Sc to hear tomorrow plea seeking probe into hindenburg report on adani group

Next Story
মৃতের সংখ্যা ছাড়াল ১৫ হাজার, তুরস্কে আটক ১০ ভারতীয় নিখোঁজ ১
Exit mobile version