সংবিধানের ৩৭০ ধারা বাতিল নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের করা হয় একাধিক পিটিশন। আজ এই বিষয়ে রায় দেবে শীর্ষ আদালত। রায়ের, জম্মু ও কাশ্মীরে সোমবার সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে পাশাপাশি বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে গৃহবন্দী করা হয়েছে।
Advertisment
ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ ১৬ দিনের শুনানি শেষে ৫ সেপ্টেম্বর আদালত তার রায় সংরক্ষণ করেছিল। বেঞ্চ চার বছর আগে কেন্দ্রের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে বেশ কয়েকটি পিটিশনের শুনানি করেছিল। জম্মু-কাশ্মীর পুলিশ রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহ সহ সিনিয়র রাজনৈতিক নেতাদের গৃহবন্দী করে রেখেছে। পুলিশ সূত্রে খবর, হুরিয়ত চেয়ারম্যান মিরওয়াইজ উমর ফারুককেও গৃহবন্দী করা হয়েছে।
মুফতি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে নিশ্চিত করেছেন যে তাকে গৃহবন্দী করা হয়েছে। তিনি বলেছেন, "হ্যাঁ, (আমার বাসভবনের) সমস্ত গেট তালা দেওয়া হয়েছে," । নিরাপত্তা জোরদার করার সময়, কর্তৃপক্ষ কাশ্মীর বিশ্ববিদ্যালয় এবং ইসলামিক ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্লাস স্থগিত করেছে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের রায়ের আগে আইনশৃঙ্খলা নিশ্চিত করতেই আগাম ব্যবস্থা করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন।
কাশ্মীর পুলিশের আইজিপি, নিরাপত্তা সংস্থাগুলিকে সোমবার নিরাপত্তা কনভয়গুলির চলাচল স্থগিতের নির্দেশ দিয়েছেন। যদিও যান চলাচলে কোন বিধিনিষেধ আরোপ করা হয় নি। পাশাপাশি ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক রয়েছে। পুলিশ জানিয়েছে নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থাগুলি কোনও "নেতিবাচক প্রচার" এর জন্য সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণ করছে।রবিবার সন্ধ্যায়, জম্মু কাশ্মীরের সাইবার শাখা জনগণকে "কোন ভুয়ো প্রচার না করার" আহ্বান জানিয়েছেন৷