Advertisment

তথ্য গোপনের জন্য আরবিআইকে সুপ্রিম ভর্ৎসনা

২০১৫ সালের রায়ের মূল বক্তব্য ছিল আরবিআই যেন সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে নিজেদের নীতি তৈরি করে এবং কোনও একটি ব্যাঙ্কের পক্ষে অস্বস্তিকর হলেও যেন তথ্য গোপন না করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শুক্রবার আদালত অবমাননার জন্য কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআইকে  ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। বিচারপতি এল নাগেস্বর রাও-এর ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন তথ্যের অধিকারের আওতায় এসসি আগরওয়াল রিজার্ভ ব্যাঙ্কের বিরুদ্ধে একটি মামলা করেন। তার ভিত্তিতেই দেশের শীর্ষ আদালত  ভর্ৎসনা করে আরবিআই কে। আদালত জানায় তথ্যের অধিকার আইনের শর্ত লঙ্ঘন করছে রিজার্ভ ব্যাঙ্কের নিয়মাবলি।

Advertisment

আবেদনকারীর অভিযোগ ছিল স্টেট ব্যাঙ্ক, আইসিআইসিআই, হইচডিএফসি, অ্যাক্সিস ব্যাঙ্কের বার্ষিক ব্যবসার খুঁটিনাটি তথ্য জানতে চাইলে তা প্রকাশ করতে অস্বীকার করে আরবিআই।

আরও পড়ুন, বাজারে আসছে নতুন ২০ টাকার নোট, দেখতে কেমন?

আবেদনকারী তথ্যের অধিকারের আওতায় আরবিআই-এর কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চায় ২০১৫ সালের ১৮ ডিসেম্বর। তার পরিপ্রেক্ষিতে আরবিআই ২০১৬ সালের নভেম্বরে নিজেদের ওয়েবসাইটে জানিয়ে দেয় ব্যাঙ্কের সমস্ত তথ্য জনসমক্ষে প্রকাশ করতে বাধ্য নয় কর্তৃপক্ষ।

২০১৯ এর ১২ এপ্রিল আরবিআই তাদের পুরনো নীতি পালটে নতুন নিয়ম প্রকাশ করে। তার প্রেক্ষিতে আবেদনকারীর আইনজীবী প্রনব সাচদেবা জানান ২০১৫ সালের সুপ্রিম কোর্টের রায় অমান্য করে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আঞ্ছে না আরবিআই। প্রসঙ্গত, ২০১৫ সালের রায়ে শীর্ষ আদালত ঘোষণা করেছিল যে পদ্ধতিতে রিজার্ভ ব্যাঙ্ক তথ্য গোপন করেছিল, তা আইনসম্মত নয়। রায়ের মূল বক্তব্য ছিল আরবিআই যেন সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে নিজেদের নীতি তৈরি করে এবং কোনও একটি ব্যাঙ্কের পক্ষে অস্বস্তিকর হলেও যেন তথ্য গোপন না করা হয়।

Read the full story in English

supreme court RBI
Advertisment