Advertisment

প্রক্রিয়া সন্তোষজনক, রাফালে চুক্তিতে হস্তক্ষেপ নয়: সুপ্রিম কোর্ট

শুক্রবার মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চ জানাল, রাফাল যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে কেন্দ্রের চুক্তি প্রক্রিয়ায় আদালত সন্তুষ্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাফালে চুক্তি নিয়ে স্বস্তি পেল মোদী সরকার। শীর্ষ আদালতের তত্ত্বাবধানে রাফালে তদন্তের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট।

Advertisment

শুক্রবার মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চ জানাল, রাফাল যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে কেন্দ্রের চুক্তি প্রক্রিয়ায় আদালত সন্তুষ্ট। এই চুক্তিতে কোনো রকম হস্তক্ষেপ করতে চায়না বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত।

মামলাকারীদের দাবি ছিল, ইউপিএ সরকারের জমানার চেয়ে অনেক বেশি দামে ফরাসী যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা ডসাল্ট-এর কাছ থেকে বিমান কেনার চুক্তি করেছে বর্তমানে ক্ষমতায় থাকা এনডিএ সরকার। কিন্তু এই আবেদন আজ খারিজ হয়ে গেল।

এর আগে রাফালে চুক্তিকে 'মোদী-আম্বানি জুটি' তকমা দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ৫৯০০০ কোটি টাকা দিয়ে ৩৬টি যুদ্ধবিমান কেনায়  এনডিএ সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন বামেরাও।  কিন্তু শীর্ষ আদালতের শুক্রবারের রায়ে কার্যত ধোপে টিকল না বিরোধীদের কোনো অভিযোগ।

প্রসঙ্গত, ফ্রান্স এবং ভারতের মধ্যে রাফালে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ২০০৭ এর  ‘মিডিয়াম মাল্টিরোল কমব্যাট এয়ারক্র্যাফট (এমএমআরসিএ)’ টেন্ডারের আওতায়। চুক্তিবদ্ধ হওয়ার আগে ৬টি সংস্থার সঙ্গে আলচনায় বসে কেন্দ্রের অর্থ মন্ত্রক। ওই আধিকারিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন জার্মানির ইউরোফাইটার সংস্থা ডাসল্টের চেয়েও ২০ শতাংশ বেশি ছাড় দিতে চেয়েছিল ভারতকে।

চুক্তি চূড়ান্ত হওয়ার সময় প্রতিরক্ষা মন্ত্রকে দায়িত্বে থাকা এক আধিকারিক অবশ্য মাস খানেক আগে জানিয়েছেন, হ্যালের তৈরি রাশিয়ান সুখোই-৩০ বিমান কিনলে আরও বেশি সংখ্যক যুদ্ধ বিমান কিনতে পারত ভারতীয় বায়ু সেনা। তবে ওই আধিকারিকের আপত্তিকে নাকচ করে দেন অ্যাকুইজিশন বিভাগের ডিজি। তিনি সুখোই-৩০ বিমানের পরিবর্তে রাফালে বিমান কেনার পক্ষে ছিলেন।

Advertisment