করোনা-যুদ্ধে লকডাউন পরিস্থিতিতে প্রায় ২ মাস পর দেশে উড়ল ঘরোয়া যাত্রীবাহী বিমান। ২ মাসের বিরতির পর অন্তর্দেশীয় বিমান চালুর প্রথম দিনেই চূড়ান্ত ঝক্কি পোহাতে হল যাত্রীদের। বিমানবন্দরে দীর্ঘক্ষণ লম্বা লাইনে ঠাঁই দাঁড়িয়ে থাকতে হল যাত্রীদের। আবার বেশ কিছু সংখ্যক বিমান আচমকা বাতিল করে দেওয়া হল। যার জেরে চরম ভোগান্তির মধ্যে পড়তে হল বিমান যাত্রীদের।
লকডাউনে বিমান পরিষেবা শুরুর প্রথম দিনেই বিভিন্ন বিমান সংস্থার বিরুদ্ধে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন বেশ কয়েকজন যাত্রী। বিশেষত, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অধিকাংশ যাত্রী সোচ্চার হয়েছেন। বেশ কয়েকজন যাত্রী বিমানবন্দরে এসে জানতে পেরেছেন, তাঁদের বিমান বাতিল হয়ে গিয়েছে। দিল্লিতে আজ ৩৮০টি বিমানের সফরসূচি ছিল, তার মধ্য়ে ৮২টি বাতিল হয়ে গিয়েছে বিকেলের মধ্য়ে। বেঙ্গালুরুতে ২০টিরও বেশি বিমান বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: তালিকা বহির্ভূত যাত্রীবোঝাই বিমান চালাতে এয়ার ইন্ডিয়াকে সুপ্রিম অনুমতি
বিমান বাতিলের দুর্ভোগের পাশাপাশি করোনা আবহে কোয়ারেন্টিন প্রক্রিয়া ঘিরেও বিভ্রান্তি ছড়িয়েছে যাত্রীদের মধ্য়ে। অধিকাংশ রাজ্য়ই বিমান যাত্রীদের ৭-১৪ দিনের কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নিয়েছে। আবার কোনও কোনও রাজ্য়ে বিমান যাত্রীদের জন্য় হোম কোয়ারেন্টিনের সিদ্ধান্ত নিয়েছে।
বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিং, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো নিয়মকানুন মানা হচ্ছে। এদিন ভোর ৪টে ৪৫ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দর থেকে পুনের উদ্দেশে প্রথম বিমান ওড়ে। মুম্বই বিমানবন্দর থেকে পটনার উদ্দেশে বিমান ওড়ে সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন