scorecardresearch

সন্ত্রাস বাণিজ্যের নায়ক! পাক বিদেশমন্ত্রীকে বেনজির আক্রমণ জয়শঙ্করের

পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির উপস্থিতিতেই এসসিও বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে সরব বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

jaishankar, sco goa meet, bilawal bhutto, pak minister sco, jaishankar bilawal bhutto, sco meet india, jasihankar, jaishankar foreign minister, cpec india, jaishankar press conferenec, idnian express, indian epxress news

সন্ত্রাসবাদের প্রচারক এবং মুখপাত্র! নাম না করে পাক বিদেশমন্ত্রীকে বেনজির আক্রমণ জয়শঙ্করের। শুক্রবার গোয়ায় অনুষ্ঠিত SCO সম্মলেন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়শঙ্কর বলেন, ‘SCO সদস্য দেশের বিদেশমন্ত্রী হিসেবে পাক বিদেশমন্ত্রীর সঙ্গে যা আচরণ করার তাই করা হয়েছে। পাকিস্তানের মূল ভিত্তি সন্ত্রাসবাদ। আর সেই সন্ত্রাসবাদের প্রচারক, সমর্থক এবং মুখপাত্র হিসাবে তাঁর অবস্থান নিয়েই তাকে প্রশ্ন করা হয়েছিল এবং ওঁর প্রশ্নের পাল্টা জবাব দেওয়া হয়েছে’। বৈঠকের পর জয়শঙ্কর নাম না করে আরও বলেন, ‘‘সন্ত্রাসবাদের শিকার কখনও এর নেপথ্যে থাকা অপরাধীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে বসে না।’’

পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির উপস্থিতিতেই এসসিও বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে সরব বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা ক্রমশ কমছে। জয়শঙ্কর বলেন, ‘চিন ও পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক স্বাভাবিক নয়। সীমান্তের পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই সম্পর্ক স্বাভাবিক হতে পারবে না। বৈঠকের পরে, জয়শঙ্কর পাকিস্তানের বিদেশমন্ত্রীকে আক্রমণ করে বলেছিলেন যে তিনি ‘সন্ত্রাস বাণিজ্যের মুখপাত্র হিসাবে এখানে এসেছেন’। জয়শঙ্কর আরও বলেন, যে জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।

শুক্রবার গোয়ার পানাজিতে SCO বিদেশ মন্ত্রীদের এক বৈঠক হয়। বৈঠকের আগে ভারতের বিদেশমন্ত্রী ড. জয়শঙ্কর এসসিও সদস্য দেশগুলোর বিদেশমন্ত্রীকে স্বাগত জানান। এই বৈঠকে যোগ দিতে পাকিস্তানের বিদেশমন্ত্রী লাওয়াল ভুট্টো জারদারিও ভারতে আসেন। SCO বৈঠক চলাকালীন তার ভাষণে, ভারতের জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিষয়টি উত্থাপন করেন এবং পরোক্ষভাবে পাকিস্তানকে নিশানা করেন।

জয়শঙ্কর আরও বলেন, ‘যে সন্ত্রাসবাদ বিশ্বজুড়ে ধ্বংসলীলা চালাচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সন্ত্রাসবাদকে যে কোন পরিস্থিতিতেই বন্ধ করতে হবে। এসসিও বৈঠকের মূল উদ্দেশ্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা’। জয়শঙ্কর এবং তাজিকিস্তানের বিদেশমন্ত্রী সিরোজিদ্দীন মুরিদ্দীন গোয়ায় এসসিও বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে এক দ্বিপাক্ষিক বৈঠক করেন। একই সঙ্গে  কিরগিজস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গেও এক বৈঠক করেন জয়শঙ্কর।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Sco foreign ministers meet jaishankar slams pak calls bilawal promoter of terrorism industry