Advertisment

ইডির নজরে আরও এক হেভিওয়েট, কেজরিওয়ালের হাজিরার আগেই মন্ত্রীর বাড়িতে তল্লাশি

ইডির স্ক্যানারে আরও এক মন্ত্রী

author-image
IE Bangla Web Desk
New Update
raaj kumar anand, money laundering case, enforcement directorate, ed raids at raaj Kumar Anand home, arvind kejriwal ed summon, kejrwal summon, arvind kejriwal ed summon, arvind kejriwal response to ed summon, aam aadmi party, Delhi excise policy, Delhi liquor policy scam",

কেজরিওয়ালের হাজিরার আগেই মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে ইডির তল্লাশি অভিযান

দিল্লির কথিত মদ কেলেঙ্কারির ঘটনায় অরবিন্দ কেজরিওয়ালকে আজই ED-র দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। একদিকে দল যখন কেজরিওয়ালের গ্রেফতারির আশঙ্কা করছে ঠিক তখনই দিল্লিতে ইডির স্ক্যানারে আরও এক মন্ত্রী,  ৯ জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।

Advertisment

দিল্লি সরকারের কথিত মদ কেলেঙ্কারির ঘটনায় সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই অনুযায়ী, আজ (২ নভেম্বর) ইডির জেরার মুখোমুখি হতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। ঠিক তার আগেই সমাজকল্যাণ মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে ইডি হানা দিয়েছে এবং ৯ জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অভিযানের কারণ এখনও স্পষ্ট নয়। ইডির অভিযানের পর রাজকুমার আনন্দের বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কথিত আবগারি নীতি কেলেঙ্কারির দায়ে ইতিমধ্যেই জেলে রয়েছেন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। সম্প্রতি সাংসদ সঞ্জয় সিংকে ইডি গ্রেফতার করেছে। এই মামলায় অরবিন্দ কেজরিওয়ালকেও তলব করেছে ইডি। একইভাবে মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে ইডি হানা দিতেই দিল্লিতে তোলপাড় শুরু হয়েছে।

"কেজরিওয়ালকে গ্রেফতার করা হতে পারে"

মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে ইডি গ্রেফতার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন আপ নেতা অতীশি। অতীশি আরও অভিযোগ করেছেন যে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি  বিরোধী নেতাদের জেলবন্দী করে আসন্ন নির্বাচনে জয় পেতে মরিয়া হয়ে উঠেছে।

তিনি বলেছেন,“কেজরিওয়ালকে নির্বাচনে পরাজিত করা যাবে না জেনে AAP-কে টার্গেট করার জন্য বিজেপি এই কৌশল নিয়েছে। বিজেপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে আক্রমণ করার জন্যই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে কেজরিওয়ালকে ভয় দেখানো হচ্ছে”।

ED
Advertisment