Advertisment

নিজের জন্মদিনে চোখ ধাঁধানো ‘যশোভূমি’ উদ্বোধন করবেন মোদী, বিশ্বমঞ্চে নজির ভারতের

পাশাপাশি, মোদী আজ দ্বারকা সেক্টর-২১ থেকে দ্বারকা সেক্টর-২৫ পর্যন্ত দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের সম্প্রসারণেরও উদ্বোধন করবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
yashobhoomi, yashobhoomi inauguration, pm modi, narendra modi yashobhoomi, yashobhoomi dwarka, yashobhoomi convention centre, bharat mandapam, delhi news, indian express

নিজের জন্মদিনে চোখ ধাঁধানো ‘যশোভূমি’ উদ্বোধন করবেন মোদী

নিজের জন্মদিনেই ‘যশোভূমি’ দেশবাসীকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী মোদী। আজ ১৭ সেপ্টেম্বর 'যশোভূমির' প্রথম পর্বের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে সভা, সম্মেলন এবং প্রদর্শনী আয়োজনের জন্য বিশ্বমানের পরিকাঠামো তৈরি করাই প্রধানমন্ত্রী মোদীর দৃষ্টিভঙ্গি। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী মোদী আজ দিল্লির দ্বারকায় 'যশোভূমি' নামে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার (IICC) দেশবাসীকে উৎসর্গ করবেন।

Advertisment

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ (১৭ সেপ্টেম্বর) রাজধানী দিল্লির দ্বারকায় যশোভূমি নামে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার (আইআইসিসি) উৎসর্গ করবেন। কর্মকর্তারা জানিয়েছেন ৮.৯ লাখ বর্গমিটারের বেশি প্রকল্প এলাকা এবং ১.৮ লাখ বর্গমিটারেরও বেশি একটি নির্মিত এলাকা জুড়ে বিস্তৃত এই কেন্দ্রটি সবচেয়ে বড় MICE (মিটিং, ইনসেনটিভ, সম্মেলন এবং প্রদর্শনী) সুবিধাগুলির মধ্যে একটি হবে। এটিতে ১৫ টি সম্মেলন কেন্দ্র এবং ১১ হাজার লোকের বসার ব্যবস্থা থাকছে। যশোভূমির প্রথম পর্বের উদ্বোধনের পাশাপাশি, মোদী আজ দ্বারকা সেক্টর-২১ থেকে দ্বারকা সেক্টর-২৫ পর্যন্ত দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের সম্প্রসারণেরও উদ্বোধন করবেন। যশোভূমি হবে বিশ্বের সবচেয়ে বড় প্রদর্শনী হলগুলির মধ্যে একটি। ১.০৭ লক্ষ বর্গমিটারের বেশি এলাকা জুড়ে নির্মিত এই কনফারেন্স সেন্টার প্রদর্শনী, বাণিজ্য মেলা এবং ব্যবসায়িক ইভেন্টের আয়োজন করতে ব্যবহৃত হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিজের জন্মদিনে দ্বারকায় 'যশোভূমি' নামে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টারের (আইআইসিসি) প্রথম পর্বের উদ্বোধন করবেন। তিনি দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের দ্বারকা সেক্টর ২১ থেকে সেক্টর ২৫-এ একটি নতুন মেট্রো স্টেশন পর্যন্ত সম্প্রসারণেরও উদ্বোধন করবেন। মোদীর দৃষ্টিভঙ্গি দেশে সভা, সম্মেলন এবং প্রদর্শনী আয়োজনের জন্য বিশ্বমানের পরিকাঠামো তৈরি করা। সেই লক্ষ্যেই 'ভারত মণ্ডপম' এর পর আরও এক চোখধাঁধানো সৃষ্টি দেশবাসীকে উৎসর্গ করতে চলেছেন প্রধানমন্ত্রী।

যশোভূমি বিশ্বের বৃহত্তম প্রদর্শনী হলগুলির মধ্যে একটি। কর্মকর্তারা বলেছেন যে এতে ভারতীয় সংস্কৃতির নানান উপকরণ অন্তর্ভুক্ত রয়েছে। এর ক্যাম্পাসটি CII এর থেকে গ্রিন সিটিস প্লাটিনাম সার্টিফিকেশন পেয়েছে। সম্প্রতি দিল্লিতে 'ভারত মণ্ডপম', নয়া সংসদ ভবন উদ্বোধনের মাধ্যমে দেশবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আন্তর্জাতিক মানের কনফারেন্স সেন্টারের উদ্বোধন করতে চলেছেন তিনি। আজ ১৭ সেপ্টেম্বর নিজের জন্মদিনে, দ্বারকায় 'যশোভূমি'-র উদ্বোধন করবেন মোদী। এছাড়া দ্বারকা সেক্টর ২৫ পর্যন্ত দিল্লি এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেস লাইনের বিস্তৃতিরও সূচনা করবেন প্রধানমন্ত্রী মোদী । বিশ্বের বৃহত্তম মিটিং, কনফারেন্স সেন্টার ও প্রদর্শনীশালা (MICE) হতে চলেছে দ্বারকার যশোভূমি। মোট ৮.৯ লক্ষ বর্গ মিটার জায়গা জুড়ে এই প্রকল্পটি করা হয়েছে এবং যশোভূমি-সহ সংলগ্ন সৌধ নির্মাণ করা হয়েছে ১.৮ লক্ষ বর্গমিটার এলাকাজুড়ে।

মূল কনভেনশন সেন্টারটি তৈরি হয়েছে ৭৩ হাজার বর্গমিটারের বেশি এলাকাজুড়ে। এই কনভেনশন সেন্টারের মধ্যে মেন অডিটোরিয়াম ছাড়াও রয়েছে ১৫টি কনভেনশন রুম, গ্র্যান্ড বলরুম এবং ১৩টি মিটিংরুম। এক সঙ্গে মূল অডিটোরিয়ামে ৬ হাজার অথিতির বসার বিশেষ ব্যবস্থা থাকছে এই কনফারেন্স সেন্টারে। শোভূমি-তে ১১ হাজার অতিথি একসঙ্গে জমায়েত হতে পারবেন। অডিটোরিয়ামটির মেঝে কাঠের তৈরি এবং দেওয়ালে রয়েছে বিশেষ কারুকার্য। যশোভূমি-র আরও বিশেষত্ব হল, এই সেন্টারের ছাদের উপর সোলার প্যানেল থেকে বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যে এই ক্যাম্পাস CII-এর গ্রিন সিটি-র প্ল্যাটিনাম সার্টিফিকেট পেয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সকাল ১১টায় জাতীয় রাজধানীর দ্বারকা সেক্টর ২১ থেকে যশোভূমি দ্বারকা সেক্টর ২৫ পর্যন্ত প্রসারিত দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের সম্প্রসারণেরও উদ্বোধন করবেন। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) জানিয়েছে, “এই নতুন বর্ধিত অংশে যাত্রী চলাচল রবিবার বিকেল ৩টে থেকে শুরু হবে। এই বিভাগে কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নয়াদিল্লি থেকে যশোভূমি দ্বারকা সেক্টর-২৫ পর্যন্ত বিমানবন্দর এক্সপ্রেস লাইনের মোট দৈর্ঘ্য হবে ২৪.৯ কিলোমিটার। বর্তমানে বিমানবন্দর এক্সপ্রেস লাইনে মেট্রো পরিষেবা দ্বারকা সেক্টর ২১ পর্যন্ত উপলব্ধ। দিল্লি মেট্রোর ব্লু লাইনের জন্য মেট্রো পরিষেবাও এখান থেকে পাওয়া যায়। নতুন স্টেশনটি দ্বারকা সেক্টর ২৫ এবং পার্শ্ববর্তী গুরুগ্রামের দ্বারকা এক্সপ্রেসওয়ে বরাবর নতুন সেক্টরের আশেপাশের বাসিন্দাদের মেট্রো সংযোগ প্রদান করবে

modi
Advertisment