Advertisment

কোটি কোটির কেলেঙ্কারিতে সোচ্চার কংগ্রেস! সেবি প্রধানের বিরুদ্ধে 'বিস্ফোরক' অভিযোগে মোদীকে নিশানা

Congress on Madhabi Puri Buch: হিন্ডেনবার্গের অভিযোগের পর কংগ্রেসের নিশানায় সেবি চেয়ারম্যান মাধবী পুরি বুচ। সেবি চেয়ারম্যানে বিরুদ্ধে কংগ্রেস এবার নতুন অভিযোগ সামনে এনেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
sebi rahul modi congress

সেবি প্রধানের বিরুদ্ধে গর্জে উঠল কংগ্রেস

Congress on Madhabi Puri Buch: হিন্ডেনবার্গের অভিযোগের পর কংগ্রেসের নিশানায় সেবি চেয়ারম্যান মাধবী পুরি বুচ। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) চেয়ারম্যানে বিরুদ্ধে কংগ্রেস এবার  নতুন অভিযোগ সামনে এনেছে। যাকে কেন্দ্র করে কার্যত শোরগোল পড়ে গিয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)  কংগ্রেসের মুখপাত্র পবন খেরা  অভিযোগ করেছেন, সেবি প্রধান মাধবী পুরি বুচ 'আগোরা অ্যাডভাইজরি প্রাইভেট লিমিটেড'- যে সংস্থার মাধবীর ৯৯ শতাংশ শেয়ার ছিল, সেই সংস্থার মাধ্যমে পরামর্শ দেওয়ার মাধ্যমে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার মতো কোম্পানি থেকে ২.৯৫ কোটি টাকা নিয়েছেন। 

Advertisment

সেবি প্রধানের বিরুদ্ধে এবার শোরগোল ফেলা অভিযোগ আনল কংগ্রেস

SEBI চেয়ারম্যানের উপর আক্রমণ বাড়িয়ে কংগ্রেস মঙ্গলবার দাবি করেছে, যে মাধবী পুরী বুচ সেবির পূর্ণ-সময়ের সদস্য মনোনীত হওয়ার পরে তার পরামর্শদাতা সংস্থা Agora Advisory Pvt Ltd-এর মাধ্যমে Mahindra &  Mahindra-এর মতো কোম্পানি থেকে অর্থ নিয়েছেন।সেই অর্থের পরিমাণ ২.৯৫ কোটি টাকা। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ছাড়াও, আগোরা থেকে পরামর্শ নিয়েছে এমন সংস্থার মধ্যে রয়েছে রয়েছে ডঃ রেড্ডি'স, পিডলাইট, আইসিআইসিআই, সেম্বকর্প এবং ভিসু লিজিং অ্যান্ড ফাইন্যান্স। কংগ্রেস নেতা আরও দাবি করেছেন যে ২.৯৫ কোটি টাকার মোট আয়ের মধ্যে ২.৫৯ কোটি টাকা বা আগোরার মোট আয়ের ৮৮% এসেছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপ থেকে।

সরকারের সঙ্গে আলোচনায় প্রস্তুত, তবে একগুচ্ছ শর্ত দিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা

পবন খেরার দাবি, যে আগোরা অ্যাডভাইজ়রিতে মাধবীর ৯৯% শেয়ার ছিল, তারাই বিভিন্ন সংস্থাকে পরামর্শ দিয়ে আয় করেছে ২.৯৫ কোটি টাকা। তাদের মধ্যে ছিল মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, ডক্টর রেড্ডি’জ়, পিডিলাইট, আইসিআইসিআই, সেম্বকর্প এবং বিশু লিজ়িং অ্যান্ড ফিনান্স। যারা প্রত্যেকেই সেবি-র নিয়ন্ত্রাণাধীন। এর মধ্যে মাধবী সেবি-র পূর্ণ সময়ের ডিরেক্টর থাকার সময়েই মহিন্দ্রা গোষ্ঠী আগোরাকে দিয়েছে ২.৫৯ কোটি টাকা। ধবল ব্যক্তিগত ভাবে তাদের থেকে পেয়েছেন ৪.৭৮ কোটি। গত মাসে, কংগ্রেস SEBI প্রধানকে ICICI ব্যাঙ্কে লাভজনক পদে থেকে ২০১৭ থেকে ২০২৪ এর মধ্যে ১৬.৮০ কোটি টাকা আয়ের অভিযোগ করেছিলেন। আইসিআইসিআই ব্যাঙ্ক একটি বিবৃতিতে সেই অভিযোগকে অস্বীকার করেছে।

রাজ্যে আরও বাড়ছে POCSO আদালত, আরজি কর ইস্যুতে মন্ত্রীদের বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

আমেরিকান শর্ট-সেলার কোম্পানি হিন্ডেনবার্গ রিসার্চ আগস্ট মাসে মাধবী ও তাঁর স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আনে। হিন্ডেনবার্গের তরফে বিস্ফোরক দাবি করা হয়। আদানিদের যে সংস্থার বিরুদ্ধে আর্থিক কারচুপির অভিযোগ ছিল, সেই অফশোর সংস্থায় গোপন অংশীদারি ছিল মাধবী পুরী বুচ ও তাঁর স্বামী ধাওয়ালের। রিপোর্টে বলা হয়েছে, বিদেশি বারমুডা ও মরিশাস ফান্ডে অংশীদারি ছিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির প্রধানের। সেটি গৌতম আদানির ভাই বিনোদ আদানির। এই কারণে, আদানির বিরুদ্ধে অ্যাকাউন্ট জালিয়াতি এবং বাজার কারসাজির অভিযোগের তদন্ত সেবি ঠিকমতো করছে না।  

জল্পনার অবসান! লঞ্চ হল iPhone 16 সিরিজ, কবে থেকে শুরু বিক্রি? দাম কত?

মঙ্গলবার কংগ্রেস বলেছে যে মাধবীর স্বামী ধবল বুচ ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে অটোমোবাইল কোম্পানি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (এমএন্ডএম) থেকে ৪.৭৮ কোটি টাকা পেয়েছেন। দল আরও দাবি করেছে যে সেবি প্রধান হওয়ার পরে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা বুচের মালিকানাধীন একটি সংস্থাকে ২.৫ কোটি টাকা দিয়েছে এবং পাশাপাশি তার স্বামীকে ৪.৭ কোটি টাকা দেওয়া হয়েছে। (সেবি) চেয়ারপার্সন মাধবী পুরি বুচ এবং তার স্বামী ধবল বুচ ২০১৭ সালে যোগদানের পরে সেবি নিয়ন্ত্রিত ছয়টি সংস্থা থেকে ২.৯৫ কোটি টাকা আয় করেছেন। যদিও মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা অভিযোগ অস্বীকার করেছে এবং সংস্থার বিরুদ্ধে ওঠা অভিযোগকে "মিথ্যা এবং বিভ্রান্তিকর" বলে অভিহিত করেছে।

'কলম্বাস নয়, আমেরিকা আবিষ্কার করেন আমাদের পূর্বপুরষরা', দাবি শিক্ষা মন্ত্রীর

   

 

CONGRESS modi SEBI
Advertisment