Advertisment

আদানি-হিন্ডেনবার্গ তদন্ত শেষের মুখে, আরও ১৫ দিন চেয়ে সুপ্রিম দরবার সেবির

এর আগে ১৪ আগস্ট অবধি সময় দেওয়া হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Adani-Hindeburg row

বিদেশি এজেন্সিগুলোর কাছে তথ্য চেয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা। (ফাইল ছবি)

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি) সোমবার সুপ্রিম কোর্টের কাছে আদানি ও হিন্ডেনবার্গ মামলার তদন্তের জন্য আরও ১৫ দিন সময় চাইল। মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের একটি প্রতিবেদন আদানি গ্রুপকে 'শেয়ার জালিয়াতি' আর 'হিসেব জালিয়াতির' দায়ে অভিযুক্ত করেছিল। হিন্ডেনবার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরেই আদানির সংস্থা এসব করে চলেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে বাজার নিয়ন্ত্রক সেবি।

Advertisment

এই তদন্তের জন্য ধার্য সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। তাই আরও ১৫ দিন সময় আদালতের কাছে চাইল সেবি। এই ব্যাপারে বাজার নিয়ন্ত্রক সংস্থাটির দাবি, তারা নতুন কায়গায় এই তদন্ত চালাচ্ছে। ইতিমধ্যে তদন্তে অনেক অগ্রগতিও করেছে। সেবি বলেছে, 'মোট ২৪টি বিষয় পরীক্ষা করা হচ্ছে। তার মধ্যে ১৭টি শেষ হয়েছে। বাকিগুলো নিয়ে তদন্ত শেষ করতেই আরও ১৫ দিন লাগবে।'

একইসঙ্গে সেবি জানিয়েছে, সংগৃহীত উপাদানের ভিত্তিতেই তদন্ত চলছে। নির্দিষ্ট পদ্ধতি অনুশীলন করা হচ্ছে। অন্তর্বর্তী রিপোর্টও তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই খতিয়ে দেখার পর তদন্তকারীদের সেই সব রিপোর্ট সেবি কর্তৃপক্ষ অনুমোদন করেছে। সেবি আদালতে জানিয়েছে, বিদেশ থেকে বেশ কিছু তথ্য তাঁরা চেয়েছিলেন। সেই সব প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই বাকি তদন্ত চলবে।

একইসঙ্গে সেবি আদালতকে জানিয়েছে যে চারটি বিষয় নিয়ে তদন্তের রিপোর্ট প্রস্তুত হয়ে গিয়েছে। এখন সেবি কর্তারা তা খতিয়ে দেখছেন। তারপর অনুমোদন করবেন। তদন্তকারীদের আশা, সেই রিপোর্ট খতিয়ে দেখা ও অনুমোদনের প্রক্রিয়া ২৯ আগস্টের আগেই শেষ হয়ে যাবে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৯ আগস্ট।

আরও পড়ুন- অনেক কষ্টে মিলল কুনোর মুক্ত চিতার খোঁজ, হাঁফ ছেড়ে বাঁচলেন বনকর্মীরা

আদালতকে সেবির তরফে জানানো হয়েছে, তৈরি হওয়া রিপোর্ট এবং বিদেশি এজেন্সি বা নিয়ন্ত্রকদের থেকে প্রাপ্ত তথ্য মিলিয়ে দেখা হবে। তার পরই অন্তর্বর্তী প্রতিবেদনের চূড়ান্ত মূল্যায়ন করার পথে সেবি কর্তারা হাঁটবেন। আর, সেই কারণেই তারা আদালতের কাছে স্বচ্ছ রিপোর্ট দাখিলের জন্য আরও ১৫ সময় চাইছেন বলে, বাজার নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে।

Adani SEBI Supreme Court of India
Advertisment