Advertisment

LIVE: মিরাটের পথে বাধা রাহল-প্রিয়াঙ্কাকে

মান্ডি হাউস থেকে যন্তমন্তর পর্যন্ত প্রতিবাদ মিছিল রয়েছে। সেই মিছিল ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই পুলিশের এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মিরাট যাওয়ার পথেই আটকানো হল রাহল, প্রিয়াঙ্কাকে।

উত্তরপ্রদেশের মিরাটে যাওয়ার পথে আটকানো হল রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধিকে। নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তাল উত্তরপ্রদেশ। রাজ্যে ১৬ জন প্রতিবাদী নিহত হয়েছেন। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতেই এদিন মিরাট যাচ্ছিলেন কংগ্রেসের দুই নেতা। মাঝপথে তাদের আটকায় পুলিশ।

Advertisment

রাজধানীর বুকে ফের জারি ১৪৪ ধারা। দিল্লির একাংশে এই ধারা জারি করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, দিল্লি, নতুন দিল্লি, উত্তর পূর্ব দিল্লি, লালকেল্লা এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। সিএএ ও এনআরসির প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ চলছে। গত সপ্তাহেই বিক্ষোভ আন্দোলন প্রবল হয়েছিল। এদিনও, মান্ডি হাউস থেকে যন্তমন্তর পর্যন্ত প্রতিবাদ মিছিল রয়েছে। সেই মিছিল ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই পুলিশের এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ‘লুকোচুরি’ শেষে দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ ভীম সেনা প্রধান চন্দ্রশেখরের

এদিকে সিএএ-এনআরসি ইস্যুতে দেশজুড়ে চলা প্রতিবাদের মাঝেই আজ বৈঠকে বসতে পারে কেন্দ্রীয় ক্য়াবিনেট। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর এনটাই। রাজধানীতে এক দিকে যখন রাজঘাটে কংগ্রেসের সত্যাগ্রহ চলছে, তখন উত্তরপ্রদেশে বিক্ষোভকারীদের আটকের প্রতিবাদে দিল্লির উত্তরপ্রদেশ ভবনের সামনে বিক্ষোভ দেখাতে আসেন জেএনইউ-র পড়ুয়ারা। কিন্তু দিল্লি পুলিশ কিছুক্ষণের মধ্যেই পড়ুয়াদের আটকে দেয়।

Read the full story in English

Live Blog

দেশজুড়ে সিএএ বিরোধী আন্দোলন। এই সংক্রান্ত সব খবরের আপডেটস পেতে নজর রাখুন এখানে। Follow the Live Updates














14:31 (IST)24 Dec 19





















মেরাটের পথে বাধা রাহুল, প্রিয়াঙ্কাকে, দেখুন ভিডিও

মিরাট যাওয়ার পথেই আটকানো হল রাহল, প্রিয়াঙ্কাকে। দেখুন ভিডিও...

" id="lbcontentbody">
14:30 (IST)24 Dec 19





















বিক্ষোভ মিছিলে উত্তাল দিল্লি

প্রতিবাদ আন্দোলনে উত্তাল দিল্লি। সকালেই জারি হয় ১৪৪ ধারা। এদিকে, মান্ডি হাউস থেকে যন্তরমন্তর পর্যন্ত বিক্ষোভ মিছিল চলছে।

publive-image

14:25 (IST)24 Dec 19





















প্রতিবাদে শামিল যোগেন্দ্র যাদব

সিএএ আইনের  প্রতিবাদে এদিন মান্ডি হাউস থেকে যন্তমন্তর পর্যন্ত প্রতিবাদ মিছিলে শামিল হন স্বরাজ ভারতের নেতা যোগেন্দ্র যাদব।

দিন কয়েক আগেই আগেই সিএএ বিরোধী আন্দোলনে উত্তাল হয় দিল্লি। শুক্রবার পুরনো দিল্লির দরিয়াগঞ্জ পুলিশ থানার সামনে একটি গাড়ি পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা উত্তাল ছিল দিল্লির জামা মসজিদ চত্বর। নমাজের পর সেখান থেকে মিছিল করে প্রতিবাদীদের যাওয়ার কথা ছিল ইন্ডিয়া গেট পর্যন্ত। যদিও মিছিলের ছাড়পত্র দেয়নি পুলিশ। যা ঘিরে উত্তাল পরিস্থিতি হয়।

তারই মাঝে ভিম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদও ঢুকে পড়েন জামা মসজিদে। তৎপর হয় পুলিশ। শেষ পর্যন্ত পুলিশের চোখে ধুলো দিয়ে জামা মসজিদে পৌঁছে যান চন্দ্রশেখর। প্রায় ২০ মিনিট সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ দেখান তিনি। তাঁর এক হাতে ছিল আম্বেডকরের পোস্টার, অন্য হাতে সংবিধানের ভূমিকা। যা সমবেত জনগণের সামনে পাঠ করে শোনান তিনি। এরপর সেখান থেকে ইন্ডিয়া গেটের উদ্দেশে রওনা হন দলিত নেতা। মসজিদের বাইরেই তাঁকে আটক করে পুলিশ। চন্দ্রশেখরকে ঘিরে জামা মসজিদে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ। সাময়িকভাবে বন্ধ করা হয় নেট পরিষেবা। বন্ধ করে দেওয়া হয়েছিল দিল্লির মেট্রো স্টেশনগুলিও।

New Delhi caa
Advertisment