Advertisment

Bangladesh Crisis: 'জামাত ভারতের বন্ধু, সন্ত্রাসের আঁতুড় ঘর নয়', মোদী সরকারকে বড় বার্তা ইসলামি সংগঠনের

জামাতের সেক্রেটারি জেনারেল পরওয়ার আরও বলেন, “জামাত একটি চরমপন্থী, মৌলবাদী ও সাম্প্রদায়িক দল বলে একটা ভুল ধারণা তৈরি হয়েছে"।

author-image
IE Bangla Web Desk
New Update
Golam Parwar, Golam Parwar interview, Dhaka, Jamaat-e-Islami, Bangladesh, Bangladesh Islamist organisation, Indian express news, current affairs

হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার দুদিন পর পরওয়ার জেল থেকে মুক্ত হন

Bangladesh Crisis: বাংলাদেশের মৌলবাদী রাজনৈতিক দল জামাত-ই-ইসলামি জানিয়েছে, তারা ভারত এবং ভারতের জনগণের বন্ধু। সংগঠনের তরফে এমনটাই দাবি করেছেন সংগঠনেরই সেক্রেটারি জেনারেল। বাংলাদেশের প্রধান ইসলামি সংগঠন জামাত-ই-ইসলামির তরফে বলা হয়েছে, তারা ভারতের জন্য কোনধরণের বিপদের কারণ হবে না, ভারত-বাংলা সীমান্ত স্থিতিশীল থাকবে এবং সংগঠন কোনো ধরণের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডকে কোন ভাবেই প্রশ্রয় দেবে না"।

Advertisment

২০০১-২০০৬ সালে মধ্যে জামাত-ই-ইসলামির সাংসদ ছিলেন গোলাম পরওয়ার। ২০ জুলাই তাঁকে শেখ হাসিনা সরকার গ্রেফতার করে এবং হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দুদিন পর তিনি মুক্তি পান। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাত্কারে তিনি বলেছেন, "ভারত একটি বন্ধু দেশ… ভারতের মানুষ আমাদের শত্রু নয়। মোদী সরকার মনে করে একমাত্র আওয়ামি লিগই তাদের বন্ধু। আমাদের মতো ইসলামি দলগুলি যদি ক্ষমতায় আসে, তাহলে তা সন্ত্রাসবাদীদের আঁতুড় ঘরে পরিণত হবে। এটা ভুল ধারণা।”

এর পাশাপাশি তিনি আরও বলেন, “আমরা ভারতের জনগণকে আশ্বস্ত করতে পারি যে আমরা ভারতের জন্য কোন ধরণের বিপদ ডেকে আনব না, সীমান্ত স্থিতিশীল থাকবে এবং আমাদের পক্ষ থেকে কোনো ধরণের সন্ত্রাসবাদী কার্যকলাপকে প্রশ্রয় দেওয়া হবে না"।

৫ আগস্ট পরওয়ার কারাগারে ছিলেন যখন তিনি টিভিতে দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি বলেন, আমি কারাগারে টিভিতে ভিজ্যুয়াল ও সংবাদ দেখেছি এবং আওয়ামী লীগের অন্ধকার সময় শেষ হয়েছে। ৫ আগস্ট থেকে হিন্দুদের বিরুদ্ধে হিংসার ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে এবং ২০০ টিরও বেশি ঘটনা ঘটেছে। এই ধরণের ঘটনার পিছনে সংগঠনের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে তিনি বলেছেন,কিছু অতীতের শত্রুতা, কিছু স্থানীয় বিরোধ অনেক ক্ষেত্রে কাজ করেছে। এই সব ঘটনা আইন অনুযায়ী মোকাবেলা করা উচিত। কর্তৃপক্ষকে অবশ্যই তদন্ত করে বিচার করতে হবে…ইসলামি দর্শন অনুসারে আমরা হিংসায় বিশ্বাস করি না।"

হিন্দু সংখ্যালঘু নেতা বাসুদেব ধর, যিনি সংগঠেনের নেতাদের সাথে দেখা করেছিলেন যখন হিন্দুদের বিরুদ্ধে হামলার ঘটনাগুলি রিপোর্ট করা হচ্ছে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, “আমি জামাত নেতাদের বলেছিলাম যে আপনাদের একটি সাম্প্রদায়িক এবং মৌলবাদী গোষ্ঠীর ইমেজ রয়েছে।নিজেদের প্রমাণ করার এটাই সেরা সুযোগ আপনাদের কাছে"।

জামায়াতের সেক্রেটারি জেনারেল পরওয়ার আরও বলেন, “জামায়াত একটি চরমপন্থী, মৌলবাদী ও সাম্প্রদায়িক দল বলে একটা ভুল ধারণা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, "জামাত এবং সন্ত্রাসবাদী সংগঠনগুলির মধ্যে যোগসূত্রের কোন প্রমাণ পাওয়া যায়নি"। .

আওয়ামী লীগের শাসনকে "বিরোধী দলের জন্য একটি অন্ধকার সময়" উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সাধারণ মানুষের প্রবেশের যে দৃশ্য সারা বিশ্ব দেখেছে বিশ্ব যা দেখেছে তা "১৬ বছরের ক্ষোভের বিস্ফোরণ" ছিল। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান মুহম্মদ ইউনূসকে অভিনন্দন জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Bangladesh Bangladesh Quota Protest
Advertisment