আইআইটি দিল্লিতে তুলকালাম কাণ্ড। পোশাক বদলের সময় গোপনে তোলা হয় ছাত্রীদের ভিডিও। এই ঘটনা জানাজানি হতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। দেশের অন্যতম নামী শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটি দিল্লি। সেখানে ফেস্টে এক ফ্যাশন শো’য়ের আয়োজন করা হয়। যেখানে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভারতী কলেজের ছাত্রীরা তাদের পোশাক বদল করছিলেন। সেই সময় ছাত্রীদের পোশাক বদলের ভিডিও গোপনে তোলা হয় বলে অভিযোগ। এরপরই চাঞ্চল্য ছড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে। দিল্লি পুলিশ শনিবার এই বিষয়ে একটি মামলা দায়ের করেছে।
দিল্লি পুলিশ জানিয়েছে, “এই বিষয়ে, ৭ অক্টোবর আইপিসির 354C ধারার একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত বছর-২০-এর চুক্তিভিত্তিক ঠিকা কর্মীকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে। "
ছাত্রীরা ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে গোটা ঘটনা তুলে ধরেন। ঘটনার তিন ঘন্টা পরে অপরাধীকে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতা ছাত্রীরাও বাথরুমের বাইরে মহিলা নিরাপত্তারক্ষীদের অনুপস্থিতির কথা তুলে ধরে বিক্ষোভে ফেটে পড়েন। তারা জানিয়েছেন, যে মোবাইলে ভিডিওটি তোলা হয়েছে আর পুলিশ যেটা বাজেয়াপ্ত করেছে দুটো আলাদা। আমরা সন্দেহ করছি ভিডিওটি এখনও সেই মোবাইলেই রয়ে গিয়েছে। এদিকে গোটা ঘটনা প্রসঙ্গে আইআইটি দিল্লি একটি বিবৃতিতে ঘটনাটিকে দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক বলে অভিহিত করেছে।