হিংসায় তেতে উঠলো মহারাষ্ট্রের আকোলা। শনিবার সন্ধ্যায় সামান্য বিরোধকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে অগ্নিগর্ভ হয়ে ওঠে ওল্ড সিটি থানা এলাকা। হিংসার জেরে বেশ কয়েকজন আহতও হন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে দু’দলের লোকেরা পাথর ছুঁড়ছে এবং রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে।
হিংসার ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, হিংসার ঘটনায় বেশ কয়েকটি গাড়িরও জ্বালিয়ে দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, হিংসা ঘটনার পর ওল্ড সিটি থানার বাইরে বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন। সূত্রের খবর উত্তেজিত জনতা বেশ কিছু গাড়ি-দোকানে ভাঙচুর করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চালায়। কাঁদানে গ্যাসের শেলও ছোঁড়ে।
আকোলা এসপি সন্দীপ ঘুগে জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, “জেলা শাসকের নির্দেশে আকোলা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।” সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় মহারাষ্ট্রের আকোলায় ইনস্টাগ্রামে একটি বিতর্কিত পোস্ট করা হয়। এর জেরে বহু মানুষ জড়ো হয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
ইতিমধ্যেই এই ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এমন সময় থানায় উপস্থিত উত্তেজিত জনতা রাস্তায় থাকা যানবাহন ভাঙচুর শুরু করে। এ সময় আরও একটি দল সেখানে হাজির হলে দুই পক্ষের শুরু হয় পাথর ছোড়াছুড়ি। পুলিশের গাড়ির পাশাপাশি দমকলের ইঞ্জিনেও পাথর ছোঁড়া হয়, এতে বেশ কয়েকজন দমকলকর্মী আহত হয়েছেন।