Advertisment

Security breach at Delhi airport: নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে সোজা রানওয়েতে, মদ্যপ ব্যক্তির কাণ্ডে হুলস্থূল বিমান বন্দরে

হরিয়ানার বাসিন্দা ওই ব্যক্তিকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) কর্মীরা আটক করেছে এবং দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
A dense blanket of fog enveloped Indira Gandhi International Airport

নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর

প্রাচীর পেরিরে সোজা রানওয়েতে। মদ্যপের কাণ্ডের তোলপাড় দিল্লি বিমানবন্দর।

Advertisment

মদ্যপ অবস্থায় রানওয়েতে পৌঁছে যায় এক ব্যক্তি। তাকে দেখতে পেয়েই হুলস্থূল কাণ্ড পরে যায় দিল্লি বিমান বন্দরে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স জানিয়েছে, হরিয়ানার বাসিন্দা ওই ব্যক্তিকে শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানে পাইলট মদ্যপ অবস্থায় রানওয়েতে দেখতে পান।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ঢেলে সাজানো হয়েছে রাজধানী দিল্লির নিরাপত্তা। এর মাঝেই সামনে এল তোলপাড় ফেলা ঘটনা। যার জেরে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। "অতি সংবেদনশীল" ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে নিরাপত্তা বলয় পেরিয়ে প্রাচীর টপকে সোজা রানওয়েতে মদ্যপ অবস্থায় পৌঁছে যায় এক ব্যক্তি। এই ঘটনার জেরে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স-এর হেড কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।

হরিয়ানার বাসিন্দা ওই ব্যক্তিকে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) কর্মীরা আটক করেছে এবং দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আধাসামরিক বাহিনী "অতি সংবেদনশীল" এলাকায় গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

delhi Airport
Advertisment