Advertisment

সংবাদ মাধ্যমের স্বাধীনতা একান্তই প্রয়োজন, সরকারের নীতির সমালোচনা করা কখনই দেশবিরোধী নয়

সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে বড় ঘোষণা সুপ্রিম কোর্টের

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court suspends CBI-ED probe into municipal recruitment corruption

সুপ্রিম কোর্ট।

বুধবার সংবাদ মাধ্যম সংক্রান্ত একটি মামলার শুনানি করতে গিয়ে এক অত্যন্ত তাৎপর্যপুর্ন মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে যে সংবাদমাধ্যমের র স্বাধীন থাকা প্রয়োজন এবং সরকারের নীতির সমালোচনা করাকে কখনই দেশবিরোধী বলা যায় না। মালয়ালম নিউজ চ্যানেল MediaOne-এর উপর কেন্দ্রের নিষেধাজ্ঞা খারিজ করল সুপ্রিম কোর্ট।

Advertisment

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি ডিভিশন বেঞ্চ এদিন  কেরালা হাইকোর্টের নির্দেশকে বাতিল করে দিয়ে মন্তব্য করেছে সংবাদমাধ্যমের র স্বাধীন থাকা প্রয়োজন এবং সরকারের নীতির সমালোচনা করাকে কখনই দেশবিরোধী বলা যায় না। নিরাপত্তার কারণ দেখিয়ে  চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করার কেন্দ্রের সিদ্ধান্তকেই বহাল রাখে কেরালা হাইকোর্ট। এদিন শুনানির সময় শীর্ষ আদালত বলেছে যে সরকারী নীতির বিরুদ্ধে সংবাদ মাধ্যমের  সমালোচনা কখনই দেশ বিরোধী হতে পারেনা। শক্তিশালী গণতন্ত্রের জন্য  স্বাধীন সংবাদমাধ্যম একান্ত প্রয়োজনীয়।

এদিন শীর্ষ আদালত কেরালা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিউজ চ্যানেলের আবেদনের ওপর শুনানি করে।  সুরক্ষার কারণ দেখিয়ে সম্প্রচার নিষিদ্ধ করার কেন্দ্রের সিদ্ধান্তকে বহাল রাখে কেরল হাইকোর্ট। এদিন কেরল হাইকোর্টের সেই রায়কে খারিজ করে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট এদিন মালয়ালম নিউজ চ্যানেল MediaOne-এর উপর কেন্দ্রের নিষেধাজ্ঞা খারিজ করে। সুপ্রিম কোর্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রককে চার সপ্তাহের মধ্যে চ্যানেলটির লাইসেন্স রিনিউয়ের আদেশ দেয়।

supreme court
Advertisment