Advertisment

বছরভর ৯৩ এনকাউন্টারে নিকেশ ১৭২ জঙ্গি, তথ্য পেশ কাশ্মীর পুলিশের

গত বছরের তুলনায় স্থানীয় যুবকদের সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত হওয়ার ঘটনা ৩৭ শতাংশ কমেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
kashmir terror attack, kashmir, kashmir migrant labourer killed, migrant labourer killed j&k, j&k terror attack, j&k terrorist attack, j&k terrorists kill labourer, bandipora, j&k news, j&k breaking, indian express

বছরভর ৯৩ এনকাউন্টারে নিকেশ ১৭২ জঙ্গি, তথ্য পেশ কাশ্মীর পুলিশের

উপত্যকায় সন্ত্রাসবাদ মোকাবিলায় তৎপর সেনা-পুলিশ। কাশ্মীর রেঞ্জের এডিজি বিজয় কুমার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “চলতি বছরে উপত্যকায় নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে ৯৩টি গুলির লড়াইয়ে ১৭২ জন জঙ্গি প্রাণ হারিয়েছেন। যার মধ্যে ৪২ জন পাক জঙ্গি। গত বছর, লস্কর এবং টিআরএফের ১০৮ সন্ত্রাসবাদী এবং জইশ-ই-মহম্মদের ৩৫ জন জঙ্গিকে নিকেশ করেছে সেনা। এছাড়াও হিজবুল মুজাহিদিনের ২২ জন জঙ্গি ছাড়াও, অন্যান্য সংগঠনের আরও ৭ জঙ্গি গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন।

Advertisment

বিগত বছরের তুলনায় তরুণদের সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত হওয়ার ঘটনা কমেছে

তিনি আরও বলেন, ‘গত বছরের তুলনায় স্থানীয় যুবকদের সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত হওয়ার ঘটনা ৩৭ শতাংশ কমেছে। গত বছর, জঙ্গি কার্যকলাপে যোগ দেওয়া ১০০ যুবকের মধ্যে ৭৪ জন লস্কর-ই-তৈইবায় যোগ দিয়েছে। তিনি জানান, এদের মধ্যে ৬৫ গুলির লড়াইয়ে নিহত এবং ১৭ জন ধরা পড়েছে। বর্তমানে উপত্যকায় সক্রিয় জঙ্গির সংখ্যা মাত্র ১৮।

একই সঙ্গে তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনী গত বছর বিভিন্ন সংঘর্ষে নিহত জঙ্গিদের কাছ থেকে ১২১টি অ্যাসল্ট রাইফেল, আটটি এম-৪ কার্বাইন, ২৩১টি পিস্তল উদ্ধার করেছে। এগুলি ছাড়াও বিপুল পরিমাণ আইইডি, স্টিকি বোমা ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

Kashmir Police Terrorist Attack
Advertisment