Advertisment

মোদীর সুরক্ষায় ত্রুটি, তদন্তে আজই পঞ্জাবে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি

৫ জানুয়ারি পঞ্জাবে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী। ফিরোজপুর যাওয়ার পথে বেশ কিছুক্ষণ একটি ফ্লাইওভারে আটকে ছিলেন মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
Security lapse during PM Modi visit, Supreme Court probe panel in Punjab today

প্রধানমন্ত্রীর নিরাপত্তায় ত্রুটির অভিযোগের তদন্তে পঞ্জাবে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি।

প্রধানমন্ত্রী নরেন্দ মোদীর সুরক্ষায় গাফিলতির অভিযোগের তদন্তে আজই পঞ্জাবে বিশেষ কমিটি। সুপ্রিম কোর্টের নিযুক্ত ওই কমিটি মোদীর সুরক্ষার গাফিলতির অভিযোগ খতিয়ে দেখবে। অবসরপ্রাপ্ত বিচাপরপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন ওই কমিটি রবিবারই পঞ্জাবে গিয়ে কথা বলবে রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে।

Advertisment

গত ৫ জানুয়ারি পঞ্জাবে গিয়ে বেনজির বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাতিন্ডা বিমানবন্দর থেকে ফিরোজপুর যাওয়ার পথে বেশ কিছুক্ষণ একটি ফ্লাইওভারেই আটকে ছিলেন প্রধানমন্ত্রী। যার জেরে সমস্ত কর্মসূচি বাতিল করে ফিরে যেতে বাধ্য হন মোদী। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট পরবর্তী সময়ে হস্তক্ষেপ করে। প্রধানমন্ত্রীর মতো ভিভিআইপি-র সুরক্ষায় গাফিলতির অভিযোগ খতিয়ে দেখতে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে কমিটি তৈরি করে দেয় শীর্ষ আদালত। রবিবার সেই কমিটিই পঞ্জাবে।

সূত্র মারফত জানা গিয়েছে, বিচারপতি মালহোত্রা দিল্লি থেকে অমৃতসরে নেমে সড়কপথে ফিরোজপুরে যাবেন। তিনি ফিরোজপুরেই রবিবার দিনভর থাকবেন। প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন তিনি। সন্ধেয় চণ্ডীগড়ে পৌঁছবেন তিনি। পঞ্জাব প্রশাসনের এক আধিকারিক বলেন, ''আমাদের বলা হয়েছে যে তিনি কেবল ফিরোজপুরে যাবেন। তিনি সম্ভবত সেই জায়গায় যেতে পারেন যেখানে নিরাপত্তার ত্রুটির কথা বলা হচ্ছে। প্রধানমন্ত্রীর যেখানে ভাষণ দেওয়ার কথা ছিল সেখানে যেতে চাইতে পারেন তিনি।''

উল্লেখ্য, পঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরক্ষায় বড়সড় ত্রুটির অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্ট ঘটনাটির তদন্তে গত ১৩ জানুয়ারি পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। পঞ্জাবে মোদীর সফরে নিরাপত্তার ত্রুটির জন্য কোন কোন অফিসার দায়ী তাঁদের খুঁজে বের করা-সহ গোটা ঘটনার তদন্তের জন্য ওই কমিটির হাতে ক্ষমতা দেওয়া হয়।

আরও পড়ুন- নজরে ২০২৩, তেলেঙ্গানায় ভক্তি আন্দোলনের মহাপুরুষের মূর্তি উদ্বোধন মোদীর

ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে কী পদক্ষেপ করা যেতে পারে সেব্যাপারেও ওই কমিটিকে প্রয়োজনীয় পরামর্শ দিতে বলে সর্বোচ্চ আদালত। এরই মধ্যে মোদীর নিরাপত্তার ত্রুটির তদন্তে কেন্দ্র ও পঞ্জাব সরকারের তৈরি কমিটির কাজে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট।

Read story in English

supreme court PM Modi Punjab Security Breach
Advertisment