এবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)-এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিমানবন্দরে এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে প্রয়োজনীয় সব তথ্য বিস্তারিতভাবে এই প্রতিবেদনে দেওয়া হল।
Security Screeners পদে কর্মী নিয়োগ করবে AAI। এক্ষেত্রে আবেদনকারীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়াও আবেদনকারীদের BCAS Screener শংসাপত্র থাকতে হবে। এরই সঙ্গে চাকরিপ্রার্থীদের ইংরেজি ও হিন্দি ভাষার পাশাপাশি স্থানীয় ভাষায় দখল থাকতে হবে।
আরও পড়ুন- বিরাট বেতন! কেন্দ্রের বিদ্যুৎ দফতরে কর্মী নিয়োগ, আবেদনের যোগ্য কারা?
বয়সসীমা ও বেতন -
বিমানবন্দরে এই চাকরির জন্য সর্বোচ্চ ৫০ বছর বয়সীরা আবেদনের যোগ্য। এই পদে চাকরি মিললে প্রতি মাসে বেতন হবে ১৫ হাজার টাকা।
আরও পড়ুন- বিপুল অঙ্কের বেতনে রাজ্যের বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদনের যোগ্য কারা?
আবেদন পদ্ধতি -
আলাদা করে আবেদনের দরকার নেই। ইন্টারভিউযের দিন জেনে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যেতে হবে। সঙ্গে আনতে হবে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র। এক্ষেত্রে চাকরিপ্রার্থীরা এই ওয়েবসাইটি লিংকটিতে ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারেন। https://www.aai.aero/
আবেদনকারীদের AVSEC শংসাপত্রটি আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত বৈধ থাকতে হবে।
আরও পড়ুন- উচ্চ মাধ্যমিক পাশ করেছেন? রাজ্যেই মিলতে পারে প্রায় ২৩ হাজার টাকা মাইনের চাকরি
ইন্টারভিউস্থলের ঠিকানা -
Conference Hall, 1st Floor, AAI, Old Terminal Building, S.V. Airport, Raipur- 492015
ইন্টারভিউয়ের তারিখ -
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এই চাকরির জন্য ইন্টারভিউটি হবে আগামী ১২ জুন ২০২৩