Advertisment

Lakshadweep: প্রশাসক কেন্দ্রের পাঠানো 'জৈব অস্ত্র'! বিতর্কিত মন্তব্যের জেরে দেশদ্রোহিতার মামলা অভিনেত্রীর বিরুদ্ধে

Lakshadweep Aisha Sultana: রাজধানী কাভারাত্তি থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন লাক্ষাদ্বীপের বিজেপি সভাপতি।

author-image
IE Bangla Web Desk
New Update
Lakshadweep, Aisha Sultana, BJP, Sedition

লাক্ষাদ্বীপের বিতর্কিত প্রশাসক প্রফুল প্যাটেলকে জৈব অস্ত্র বলার অভিযোগে দেশদ্রোহিতার মামলা দায়ের হল দ্বীপপুঞ্জের বাসিন্দা এবং অভিনেত্রী আয়েশা সুলতানার বিরুদ্ধে।

Lakshadweep: লাক্ষাদ্বীপের বিতর্কিত প্রশাসক প্রফুল প্যাটেলকে জৈব অস্ত্র বলার অভিযোগে দেশদ্রোহিতার মামলা দায়ের হল দ্বীপপুঞ্জের বাসিন্দা এবং অভিনেত্রী আয়েশা সুলতানার বিরুদ্ধে। তাঁর তোপ, দ্বীপপুঞ্জের মানুষের উপর কেন্দ্র প্রফুল প্যাটেলের মতো একটা জৈব অস্ত্র ব্যবহার করছে। দ্বীপপূঞ্জের রাজধানী কাভারাত্তি থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন লাক্ষাদ্বীপের বিজেপি সভাপতি সি আবদুল কাদের হাজি।

Advertisment

সম্প্রতি মালয়ালম চ্যানেল মিডিয়াওয়ান টিভিতে লাক্ষাদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়েশা বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ বিজেপির। সেখানে প্রফুল খোড়া প্যাটেলকে জৈব অস্ত্র বলে কটাক্ষ করেন আয়েশা। তারপরেই প্রতিবাদে সরব হয় বিজেপি। কেরালাতেও বিজেপি আয়েশার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

আরও পড়ুন দ্বীপপুঞ্জের কর্মকাণ্ড নিয়ে ‘উদ্বিগ্ন’, মোদী-শাহকে চিঠি ৯৩ জন প্রাক্তন শীর্ষ আমলার

একজন চলচ্চিত্র জগতের সদস্য হিসাবে লাক্ষাদ্বীপে একাধিক সংস্কার এবং বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছেন আয়েশা। দ্বীপপুঞ্জ এবং প্রতিবেশী রাজ্য কেরালাতেও বিদ্বজ্জন-নাগরিক সমাজে কেন্দ্রের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। ফেসবুকে তিনি নিজের মন্তব্যের যৌক্তিকতা নিয়ে লিখেছেন, "আমি টিভি চ্যানেল বিতর্ক অনুষ্ঠানে জৈব অস্ত্র কথাটা ব্যবহার করি। আমার মনে হয়েছে, প্যাটেল এবং তাঁর সিদ্ধান্তগুলি জৈব অস্ত্রের সমান। প্যাটেলের কারণেই লাক্ষাদ্বীপে করোনা সংক্রমণ বেড়েছে। আমি প্যাটেলকে জৈব অস্ত্র বলেছি, কেন্দ্র বা দেশকে বলিনি। এটা সবাইকে বুঝতে হবে। এছাড়াও ওনাকে আর কী বলব।"

আরও পড়ুন মানুষের রায় ছাড়া কোনও সিদ্ধান্ত নয়, প্রশাসককে বার্তা অমিত শাহের

লাক্ষাদ্বীপের সাহিত্য প্রবর্তক সঙ্গম বৃহস্পতিবার আয়েশার পাশে দাঁড়িয়েছে। সংস্থার মুখপাত্র কে বাহির বলেছেন, "আয়েশাকে দেশদ্রোহী হিসাবে তকমা দেওয়া উচিত নয়। প্রশাসকের অমানবিক সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তিনি। প্যাটেলের কারণেই দ্বীপপুঞ্জে করোনা সংক্রমণ বেড়েছে। লাক্ষাদ্বীপের সমস্ত সাংস্কৃতিক সমাজ আয়েশার পাশে রয়েছে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Lakshadweep Aisha Sultana bjp
Advertisment