/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/train-seemanchal.jpg)
লাইনচ্যুত ট্রেনের কামরা। Source: Twitter/ANI
মর্মান্তিক রেল দুর্ঘটনা বিহারে। লাইনচ্যুত হয়েছে যোগবাণী থেকে আনন্দ বিহারগামী সীমাঞ্চল এক্সপ্রেসের ১১টা কামরা। সাহাদাই বুজুর্গের কাছে রবিবার ভোর ৩.৫৮ নাগাদ বেলাইন হয় ট্রেনের বগি। পিটিআই সূত্রে খবর, যখন দুর্ঘটনা ঘটে তখন ১২৪৮৭ যোগবাণী-আনন্দ বিহার টার্মিনাল সীমাঞ্চল এক্সপ্রেস দ্রুতগতিতেই আসছিল। পূর্ব-মধ্যে রেলওয়ের মুখপাত্র রাজেশ কুমার বলেন, দিল্লিগামী সীমাঞ্চল এক্সপ্রেসর ওই ১১টি কামরা লাইচ্যুত হয় বিহারের বৈশালী জেলার কাছে।
#SpotVisuals: 9 coaches of #SeemanchalExpress derailed in Bihar's Sahadai Buzurg, earlier this morning. 6 people have lost their lives in the incident. pic.twitter.com/wQgNwiieSD
— ANI (@ANI) February 3, 2019
লাইনচ্যুত হওয়া বগিগুলির মধ্যে রয়েছে S8, S9, S10, B3, তিনটি স্লিপার কোচ সহ বেশ কয়েকটি জেনারেল কামরা। এখনও পর্যন্ত ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছে বলে আশঙ্কা। ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে বিশেষ সাহায্যকারী ট্রেন। সোনপুর ও বারাউনি থেকে চিকিৎসকদের একটি দলও রওনা হয়েছে ঘটনাস্থলে। রেলের তরফ থেকে রয়েছে বেশ কিছু হেল্পলাইন নম্বর-বারাউনি-০৬২৭৯২৩২২২, সোনপুর- ০৬১৫৮২২১৬৪৫, হাজিপুর- ০৬২২৪২৭২২৩০।
Rescue and relief operations are on for derailment of 9 coaches of Jogbani-Anand Vihar Terminal Seemanchal express at Sahadai Buzurg, Bihar.
Help lines:
Sonpur 06158221645
Hajipur 06224272230
Barauni 06279232222— Piyush Goyal Office (@PiyushGoyalOffc) February 3, 2019
রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইটারে বলেন, ''বিহারের যোগবাণী-আনন্দবিহার টার্মিনাল সীমাঞ্চল এক্সপ্রেসের দুর্ঘটনায় নিরাপরাধ মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য শোকপ্রকাশ করছি। ত্রাণ ও উদ্ধারকার্য পুরোদমে শুরু হয়ে গিয়েছে। GM ও DRM, NDRF-র কর্মকর্তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন''।
Railways would give ex-gratia of Rs 5 lakh each to the kin of every deceased. Rs 1 lakh would be given to the grievously injured and Rs 50,000 to those who suffered simple injuries. All medical expenses will also be born by Railways #SeemachalExpress
— Piyush Goyal Office (@PiyushGoyalOffc) February 3, 2019
এমনকী রেলমন্ত্রী মৃতদের পরিবারের জন্য ৫ লাখ টাকা ও আহতদের ১ লাখ করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।