মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েল সফরে পৌঁছে বুধবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেন । এই বৈঠকে নেতানিয়াহু যেখানে যুদ্ধ নিয়ে তার অবস্থান ব্যক্ত করেন। যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাইডেন ও নেতানিয়াহুর বৈঠকে উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। পাশাপাশি গাজার হাসপাতালে হামলার ঘটনায় ইকরায়েলকে ক্লিন চিট দিয়েছেন বাইডেন।
বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলে পৌঁছালে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাকে স্বাগত জানান। উভয় নেতাই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানান। ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘যুদ্ধকালীন সময়ে কোন মার্কিন প্রেসিডেন্টের এটাই প্রথম সফর। সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন গাজার হাসপাতালে হামলা 'অন্য দল' চালিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। গাজার হাসপাতালে ভয়াবহ রকেট হামলায় ৫০০ সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।
আইএসের মত হামাস
নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনকে বলেছেন যে হামাসের অপরাধের মধ্যে রয়েছে ধর্ষণ, অগ্নিসংযোগ, অপহরণ এবং ছোট শিশুদের টার্গেট করা। তিনি বলেছেন, যুদ্ধে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে। নেতানিয়াহু বলেন, সভ্য বিশ্ব যেমন ঐক্যবদ্ধ হয়েছে আইএসআইএসকে উৎখাত করতে তেমনি সভ্য বিশ্বকে হামাসকে পরাজিত করতে ঐক্যবদ্ধ হতে হবে।' নেতানিয়াহু আরও জোর দিয়েছিলেন যে 'অঞ্চল ও বিশ্বের শান্তি ও নিরাপত্তা'র জন্য ইজরাইল হামাসকে পরাজিত করবে।
ইজরায়েলে কেন এসেছেন?
বাইডেন সংবাদ মাধ্যমকে বলেন, 'আমি আজ এখানে এসেছি এর একমাত্র সহজ কারণ ছিল আমি চাই ইজরায়েলের মানুষ এবং বিশ্বের মানুষ জানুক আমেরিকা কোথায় দাঁড়িয়ে আছে। তেল আবিব-এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, গাজার আল-আহলি হাসপাতালে বিস্ফোরণ ইকরাইল নয়, গাজার সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো ঘটিয়েছে। তার ভাষায়, 'গাজায় গতকালের হাসপাতালে বিস্ফোরণে আমি গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। আমি যা দেখেছি তার উপর ভিত্তি করে, মনে হচ্ছে এটি অন্য দল করেছে, ইজরায়েল নয়।' তিনি বলেন, 'হামাস এমন নৃশংসতা করেছে যা হুবহু আইএসআইএস-এর মতই। হামাস প্যালেস্তানিদেরপ্রতিনিধিত্ব করে না এবং তাদের জন্য কেবল বেদনা নিয়ে এসেছে।