Advertisment

Shiv sena leader shot dead: ফেসবুক লাইভ চলাকালীন পরপর গুলি, মৃত্যু উদ্ধব শিবিরের নেতার, চুড়ান্ত চাঞ্চল্য

এই ঘটনায় শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে রাজ্যে নৈরাজ্য ছড়ানোর অভিযোগ করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Ghosalkar shot Mumbai Shiv Sena(UBT)

শিবসেনা (ইউবিটি) নেতা অভিষেক ঘোসালকরকে গুলি করা হয়েছে দহিসরে। (এক্সপ্রেস ছবি)

ফেসবুক লাইভ চলাকালীন গুলি করে খুন। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার এক নেতাকে ফেসবুক লাইভ স্ট্রিমিংয়ের সময়েই গুলি করা হয়৷ মৃতের নাম অভিষেক ঘোষালকর। বৃহস্পতিবার মুম্বইতে এই ঘটনাকে কেন্দ্র করে চূড়ান্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, শিবসেনা নেতাকে গুলি করার পর আততায়ীও আত্মঘাতী হয়েছেন। অভিযুক্তের নাম মৌরিস নরোনহা। পুলিস সূত্রে জানা গিয়েছে দুজনের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা ছিল। অভিষেকের বাবা বিনোদ ঘোশালকর প্রভাবশালী শিবসেনা নেতা। গুলিবিদ্ধ অবস্থায় অভিষেককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

Advertisment

মহারাষ্ট্রে শুক্রবার সন্ধ্যায় উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা নেতা অভিষেক ঘোষালকারকে গুলি করে খুন করা হয়। আততায়ীর নাম মৌরিস নরোনহা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, লাইভ স্ট্রিমিংয়ের পর অভিযুক্ত নিজেকেও গুলি করে। পুরো ঘটনাটি ঘটেছে ফেসবুক লাইভ চলাকালীন। অভিযুক্ত তার ফেসবুক আইডি থেকেই লাইভ করছিলেন। দুজনের মধ্যে আলোচনা শেষ হতেই মরিস তাকে সামনে থেকে গুলি করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন : < Ratan Tata: ৮৬ বছর বয়সে স্বপ্ন পূরণ, বৃহত্তম পশু হাসপাতাল গড়ার নেপথ্যের কারণ জানালেন রতন টাটা >

প্রাথমিক তথ্য অনুযায়ী, শিবসেনা (ইউবিটি) নেতা বিনোদ ঘোষালকারের ছেলে অভিষেক ঘোসালকর মরিস নামে এক ব্যক্তির সঙ্গে ফেসবুক লাইভস্ট্রিম করছিলেন। এর পর দুজনেই ইন্ট্রো দেন। মরিস তখন লাইভস্ট্রিম ছেড়ে ক্যামেরার পিছনে চলে যায়। লাইভ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অভিষেককে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে। পরে তিনি নিজেকে লক্ষ্য করেও গুলি ছোঁড়েন।

এই ঘটনায় শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে রাজ্যে নৈরাজ্য ছড়ানোর অভিযোগ করেছেন। রাউত মুম্বইয়ের গুলি চালানোর ঘটনার পর মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিসের পদত্যাগের দাবি করেছেন।

গত সপ্তাহে ২ ফেব্রুয়ারি, এক বিজেপি বিধায়ক স্থানীয় শিবসেনা নেতাকে (শিন্দে গোষ্ঠী) থানায় গুলি করেছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে।

Abhishek Ghosalkar Mumbai shot Shiv Sena
যেখানে অভিষেক ঘোসালকরকে গুলি করা হয়েছিল। (এক্সপ্রেস ছবি)
Murder shiv sena
Advertisment