Advertisment

২০৪০ সালে চাঁদে হবে বিরাট হইচই! এমন কী ঘোষণা করলেন মোদী?

প্রধানমন্ত্রীর হালচাল ফেলা ঘোষণা।

author-image
IE Bangla Web Desk
New Update
send first Indian to Moon by 2040 Pm Modi , ২০২৪ সালের মধ্যে চাঁদে যাবে একজন ভারতীয় নির্দেশ প্রধানমন্ত্রী মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি

চাঁদে প্রথম একজন ভারতীয়কে পাঠানো নিয়েও বড় ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মূলত দুটি বিষয়কে ফোকাস করতে চেয়েছেন। একটি হল ভারতীয় অন্তরীক্ষ স্টেশন বা ইন্ডিয়ান স্পেস স্টেশনকে ২০৩৫ সালের মধ্যে বাস্তবায়িত করা। সেই সঙ্গেই তাঁর নির্দেশ, ২০৪০ সালের মধ্য়ে প্রথম ভারতীয়কে চাঁদে পাঠাবে ভারত।

Advertisment

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের মহাকাশ গবেষণার নানা দিক খতিয়ে দেখতে উচ্চ পর্যায়েরের বৈঠক করেন। মূলত গগনযান মিশনের নানা দিক নিয়ে আলোচনা হয় সেখানে। মোদীর আর্জি, ভেনাস অরবিটার মিশন ও মার্স ল্যান্ডারকে বাস্তবায়িত করার ক্ষেত্রেও উদ্যোগ নিতে হবে।

উচ্চ পর্যায়ের বৈঠকে শুধু গগনযান মিশনের অগ্রগতির মূল্যায়ন নয়, বৈঠকে ভারতের মহাকাশ অনুসন্ধান প্রচেষ্টার ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কেও খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী মোদী। ইসরোর বিজ্ঞানীরা এবং ভারত সরকারের মহাকাশ বিভাগ গগনযান মিশনের বিষয়ে বিস্তৃত তথ্য জানান প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীকে আরও জানানো হয়, ২০২৫ সালে মহাকাশে ৩ জন ভারতীয়কে পাঠাবে ইসরো। তার আগে অন্তত ২০টি মহড়া, ৩টি মানববিহীন গগনযান মিশন হবে। তার মধ্যে একটি পরীক্ষা হবে দুর্গা-সপ্তমীর দিনই, অর্থাৎ, ২১ অক্টোবর। ওইদিন ক্রু এস্কেপ সিস্টেম টেস্ট কারের প্রথম প্রদর্শনী উড়ান হবে।

২০৪০ সালের মধ্য়ে মানুষকে চাঁদে পাঠানোর মিশন যদি বাস্তবায়িত হয় তবে তা গোটা বিশ্বের মহাকাশ বিজ্ঞানে মাইলফলক তৈরি করবে ভারত। চন্দ্রযান ৩ এর সফলতার পর থেকেই কার্যত নতুন উৎসাহে মহাকাশের নানা অজানা দিক সম্পর্কে জানতে ঝাঁপিয়ে পড়েছেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা। শুরু হল প্রহর গোনা।

modi ISRO
Advertisment