Advertisment

করোনা টিকার প্রস্তুতি নিয়ে মোদীর প্রশংসায় পঞ্চমুখ সেরাম সিইও

'এটা স্পষ্ট যে ভারতের জন্য আপনি যে প্রস্তুতি নিয়েছেন, তা ভারতীয়দের সব প্রয়োজনীয়তা মেটাবে।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মোদীর প্রশংসায় পঞ্চমুখ সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা। রবিবার টুইটে তিনি জানান, 'মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের আয়োজনে প্রত্যেক ভারতীয়র টিকার চাহিদাপূরণ সম্ভব।' করোনাভাইরাসের টিকা আগামী বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যেই চলে আসবে বলে আশাপ্রকাশ করেছিল কেন্দ্র। কিন্তু আগামী এক বছরে প্রত্যেক ভারতীয়কে সেই টিকা প্রদানের জন্য কেন্দ্রের কাছে প্রয়োজনীয় অর্থ থাকবে কিনা, এর আগে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। এরপরই এদিন মোদীর প্রশংসা করে টুইট করলেন আদর পুনাওয়ালা।

Advertisment

সমগ্র বিশ্বে করোনাভাইরাস টিকা প্রদানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার পক্ষেও এদিন সওয়াল করেছেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও।

আদর পুনাওয়ালা টুইটে লিখেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মতোই লক্ষ্য আমাদের এবং প্রধানমন্ত্রী যে লক্ষ্য নিয়েছেন, তারও প্রশংসা করছি আমরা। এটা ভারতের জন্য গর্বের মুহূর্ত, আপনার নেতৃত্ব এবং সমর্থনের জন্য ধন্যবাদ। এটা স্পষ্ট যে ভারতের জন্য আপনি যে প্রস্তুতি নিয়েছেন, তা ভারতীয়দের সব প্রয়োজনীয়তা মেটাবে।'

শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় মোদী বলেছেন, ভারত সবথেকে বড় টিকা উৎপাদনকারী দেশ হিসেবে করোনা-মুক্ত বিশ্ব গড়ে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। তাঁর কথায়, ‘বর্তমানে বিশ্বের সবথেকে বড় টিকা উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বের দেশগুলিকে আমি আশ্বাস দিতে চাই যে ভারতের টিকা উৎপাদন ও বণ্টনের ক্ষমতা পুরো মানবজাতিকে এই মহামারী থেকে বের করে আনার ক্ষেত্রে সহায়তা করবে। টিকার ডেলিভারির ক্ষেত্রে কোল্ড চেন এবং সংগ্রহের বাড়ানোর ক্ষেত্রেও ভারত সবার সাহায্য করবে।’

এর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই প্রধানমন্ত্রীর উদ্যোগের দরাজ প্রশংসা করলেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা।

আরও পড়ুন- দেশে মোট সংক্রমিত প্রায় ৬০ লক্ষ, বাড়ছে করোনাজয়ীর সংখ্যাও

করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী মোদীর গোটা বিশ্বের পাশে থাকার প্রতিশ্রুতিকে বাহবা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুসকে। টুইট করে তিনি জানিয়েছেম যে, 'বিশ্বব্যাপী সংহতির লক্ষ্যে আপনার এই অঙ্গিকারের জন্য ধন্যবাদ। একমাত্র ঐক্যবদ্ধভাবে আমাদের সবার শক্তিকে যৌথভাবে ব্যবহার করলেই এই ভাইরাসকে হারানো সম্ভব। সবাই একসঙ্গে কাজ করলেই এই বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি।'

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

modi corona
Advertisment