সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়াকে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক-ভি উৎপাদনের অনুমতি দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। শর্তসাপেক্ষে আপাতত স্পুটনিক-ভি ভ্যাকসিনের পরীক্ষা, বিশ্লেষণ ও উৎপাদন করবে সেরাম। রাশিয়ার ‘গামালেয়া রিসার্চ ইন্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি’-র সঙ্গে যৌথ প্রক্রিয়ায় এই টিকা তৈরি করবে ভারতের সেরাম। স্পুটনিক-ভি-র কার্যকারিতা ৯১.৬ শতাংশ।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড তৈরি করছে সেরাম ইনস্টিটিউট। এরপর ওই সংস্থা রাশিয়ার স্পুটনিক-ভি তৈরির জন্য ডিসিজিআই-র কাছে জানিয়েছিল সেরাম। সেই আবেদনেই শর্তসাপেক্ষে অনুমোদন মিলেছে। ডিসিজিআই-য়ের নির্দেশ, গামালেয়ার সঙ্গে টিকা তৈরির ক্ষেত্রে কী চুক্তি হচ্ছে তা সেরাম সরকারকে জানাবে। প্রযুক্তিগত আদান প্রদানের চুক্তিও জমা করতে হবে সরকারের কাছে।
অপাতত ভারতে কোভ্য়াকসিন ও কোভিশিল্ড টিকাপ্রদাণ করা হচ্ছে। ডুসেম্বরের মধ্যেই গোটা দেশবাসীকে টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। টিকার সংখ্যা বাড়লে এই লক্ষেপূরণ সহজ হতে পারে বলে মনে করা হচ্ছে।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন