দেশে করোনা বাড়ছে। সেই কথা মাথায় রেখে করোনা-১৯ ভ্যাকসিন কোভিশিল্ড উৎপাদন পুনরায় শুরু করল সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আদর পুনাওয়ালা বুধবারএমনটাই জানিয়েছেন। পুনাওয়ালা জানিয়েছেন, তাঁর কোম্পানির কাছে ইতিমধ্যে ৬০ লক্ষ কোভোভ্যাক্স ভ্যাকসিনের বুস্টার ডোজ আছে। বয়স্কদের অবশ্যই বুস্টার ডোজ নেওয়া উচিত। এর সঙ্গে পুনাওয়ালা আরও জানিয়েছেন, 'আমরা আগাম সতর্কতা হিসেবেই কোভিশিল্ড উৎপাদনও শুরু করে দিলাম। যাতে কারও প্রয়োজন হলে, তিনি নিতে পারেন।'
পুনাওয়ালা জানিয়েছেন, তাঁর সংস্থা তিন মাসের মধ্যে ৬০ থেকে ৭০ লক্ষ কোভিশিল্ড তৈরি করে ফেলবে। এরপর পরিস্থিতি অনুযায়ী উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হবে। চাহিদা অনুযায়ী, সময়ের মধ্যেই কোভিশিল্ড জোগান দেওয়া সম্ভব হবে বলেই পুনাওয়ালা জানিয়েছেন। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে কোভিশিল্ড উৎপাদন বন্ধ করেছিল সিরাম। এই পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রক বুধবার জানিয়েছে, দেশে একদিনে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৭,৮৩০। যা গত ২২৩ দিনে সর্বোচ্চ। শুধু তাই নয়, দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৪০,২১৫-য় পৌঁছেছে।
আরও পড়ুন- লক্ষ্য লোকসভা, বিরোধীদের একজোট করতে রাহুল-নীতীশের ‘ঐতিহাসিক’ বৈঠক
পাল্লা দিয়ে বেড়েছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও। নতুন করে ১৬ জনের মৃত্য হওয়ায় সংখ্যাটা ৫,৩১,০১৬-য় পৌঁছেছে। এর মধ্যে দিল্লি, পঞ্জাব, হিমাচল প্রদেশে দু'জন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। একজন করে মারা গিয়েছেন গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশে। এছাড়া কেরলে মৃত্যু হয়েছে পাঁচ জনের। তার মধ্যেই অভিযোগ উঠেছে, কোভিড ভ্যাকসিনের অভাবেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। এই অভিযোগ নস্যাৎ করে আদর পুনাওয়ালা জানিয়েছেন, এই অভিযোগ সম্পূর্ণই মিথ্যে। তিনি বলেন, 'বিভিন্ন টিকা উৎপাদনকারী সংস্থার প্রচুর ভ্যাকসিন বর্তমানে দেশে মজুত আছে।'
পুনওয়ালা পালটা বলেন, 'ভ্যাকসিনের চাহিদাই নেই। তাহলে হাসপাতালগুলোয় ভ্যাকসিন মজুত থাকবে না কেন? ভ্যাকসিন প্রস্তুতকারকরা আর ভ্যাকসিন তৈরিতে আগ্রহী নন, একথা একদমই সত্যি না। আমরা বানাতেই চাই। তবে, যদি দরকার থাকে। এটাই তো স্বাভাবিক ব্যাপার।'