Advertisment

লোকসভায় সাসপেন্ড ৭ কংগ্রেস সাংসদ

হই-হট্টগোলের জেরে ৭ কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হয়। এরপরই এদিনের মতো মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন।

author-image
IE Bangla Web Desk
New Update
Seven Congress MPs suspended from Lok Sabha , ৭ কংগ্রেস সাংসদ সাসপেন্ড, লোকসভায় সাসপেন্ড ৭ কংগ্রেস সাংসদ, লোকসভা, রাজ্যসভা, parliament, parliament live, parliament live updates, delhi latest news, delhi riots, delhi riots live news, parliament today, parliament today live, parliament live news, parliament news, rajya sabha, rajya sabha live, rajya sabha today, rajya sabha today live, lok sabha, lok sabha live, lok sabha live news, lok sabha live news updates

সংসদ ভবন। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

সোনিয়া গান্ধীকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল লোকসভায়। হই-হট্টগোলের জেরে ৭ কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হল। এরপরই এদিনের মতো মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন।

Advertisment

‘সোনিয়া গান্ধীর বাড়ি থেকে করোনা ভাইরাস ছড়াচ্ছে। দেশে করোনা আক্রান্তের মধ্যে অধিকাংশই ইটালির বাসিন্দা। এর তদন্ত দরকার’, রাজস্থানের সাংসদ হনুমান বেনিওয়ালের এই মন্তব্য শোনামাত্রই সোচ্চার হন কংগ্রেস সাংসদরা। রাজস্থানের সাংসদের মন্তব্যের বিরোধিতা জানিয়ে এদিন সংসদে হইচই শুরু করে দেন কংগ্রেস সাংসদরা। তার জেরেই ৭ কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হয়।

আরও পড়ুন: নির্ভয়াকাণ্ডে ৪ দোষীর ফাঁসি ২০ মার্চ

5, 2020

আরও পড়ুন: আইবি অফিসার খুনে গ্রেফতার আপ কাউন্সিলর তাহির হুসেন

কংগ্রেস সাংসদ গৌরব গগৈ, টিএন প্রথাপন, ডিন কুরিয়াকোস, আর উন্নিথান, মনিকম ঠাকুর, বেনি বেহনান ও গুরজিৎ সিং ঔজলাকে সাসপেন্ড করা হয়েছে। সংসদের চলতি বাজেট অধিবেশনে এই ৭ কংগ্রেস সাংসদ সাসপেন্ড থাকবেন বলে খবর।

অন্যদিকে, উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার ঘটনার প্রতিবাদে উত্তাল হয় রাজ্যসভার অধিবেশন। বিরোধী সাংসদদের হই-হট্টগোলের জেরে এদিনের মতো মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment