সোনিয়া গান্ধীকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদ ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল লোকসভায়। হই-হট্টগোলের জেরে ৭ কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হল। এরপরই এদিনের মতো মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন।
‘সোনিয়া গান্ধীর বাড়ি থেকে করোনা ভাইরাস ছড়াচ্ছে। দেশে করোনা আক্রান্তের মধ্যে অধিকাংশই ইটালির বাসিন্দা। এর তদন্ত দরকার’, রাজস্থানের সাংসদ হনুমান বেনিওয়ালের এই মন্তব্য শোনামাত্রই সোচ্চার হন কংগ্রেস সাংসদরা। রাজস্থানের সাংসদের মন্তব্যের বিরোধিতা জানিয়ে এদিন সংসদে হইচই শুরু করে দেন কংগ্রেস সাংসদরা। তার জেরেই ৭ কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করা হয়।
আরও পড়ুন: নির্ভয়াকাণ্ডে ৪ দোষীর ফাঁসি ২০ মার্চ
5, 2020
আরও পড়ুন: আইবি অফিসার খুনে গ্রেফতার আপ কাউন্সিলর তাহির হুসেন
কংগ্রেস সাংসদ গৌরব গগৈ, টিএন প্রথাপন, ডিন কুরিয়াকোস, আর উন্নিথান, মনিকম ঠাকুর, বেনি বেহনান ও গুরজিৎ সিং ঔজলাকে সাসপেন্ড করা হয়েছে। সংসদের চলতি বাজেট অধিবেশনে এই ৭ কংগ্রেস সাংসদ সাসপেন্ড থাকবেন বলে খবর।
অন্যদিকে, উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার ঘটনার প্রতিবাদে উত্তাল হয় রাজ্যসভার অধিবেশন। বিরোধী সাংসদদের হই-হট্টগোলের জেরে এদিনের মতো মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন