কাঠুয়া, উন্নাওয়ের পর এবার তালিকায় নাম লেখালো উত্তর প্রদেশের এটা শহর। সাত বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয় সেখানে। জানা গেছে, পরিবারের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল ওই নাবালিকা। অভিযোগ, সেখান থেকেই ওই নাবালিকাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্য়া করা হয় ওই নাবালিকাকে। পুলিশ অফিসার অখিলেশ চৌরাশিয়া জানান, রাত ১.৩০ নাগাদ আলিগঞ্জ রোডের মান্ড স্মৃতি গেটের সামনে মেয়েটিকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। এ ঘটনায় সন্দেহের তির প্রতিবেশী যুবক সোনুর দিকে।
আরও পড়ুন: কাঠুয়া কন্যা ও ফেসবুক প্রবণতা
লাঞ্ছিতা নাবালিকার দেহ ঘটনাস্থলের পাশের একটি নির্মীয়মাণ বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। দড়ি বাঁধা অবস্থায় পুলিশ ঐ শিশুটিকে উদ্ধার করে । জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে সোনু জাতাফ0.কে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: মেয়ের কবরটা ওরা পুড়িয়ে দেবে কি না, সংশয়ে কাঠুয়া কন্যার মা