Advertisment

7th pay commision update: সপ্তম বেতন কমিশন- পাঁচটি জরুরি তথ্য

7th pay commision latest news and update: সেনাবাহিনীতে কর্মরতদের জন্য বার্ষিক ১০ হাজার টাকা পোশাক ভাতা অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। বন্ধ হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ওভারটাইম।

author-image
IE Bangla Web Desk
New Update
7th pay commision latest news updates- Payscale, Salary Hike and Benefits

7th pay commision latest news updates- Payscale, Salary Hike and Benefits সপ্তম বেতন কমিশনের সুপারিশ

7th pay commision latest update: সপ্তম বেতন কমিশন নিয়ে দীর্ঘদিন ধরেই কথা চলছে। কমিশন লাগু করা নিয়ে সরকারি টালবাহানা সম্পর্কে ক্ষোভও জমেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে। এর মধ্যেই বেশ কয়েকটি বিষয় সামনে এসেছে। দেখে নেওয়া যাক কয়েকটি গুরুত্বপূর্ণ দিক-

Advertisment

১) সেনাবাহিনীতে কর্মরতদের জন্য বার্ষিক ১০ হাজার টাকা পোশাক ভাতা অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণের দাবি, এ খবরে খুশির জোয়ার বইবে সেনাকর্মীদের মধ্যে।

২) অসম সরকার পে অ্যানোম্যালি কমিটির সুপারিশ কার্যকর করবে বলে জানিয়েছে। এর ফলে বাড়ি ভাড়া ভাতার ব্যাপারে সুবিধা াপাবেন সরকারি কর্মীরা।

৩) ব্যাতিক্রমী ক্ষেত্র ছাড়া কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আর ওভারটাইমের জন্য কোনও টাকা পাবেন না।

৪) কেবলমাত্র অপারেশনাল স্টাফরাই অতিরিক্ত সময়ে কাজের জন্য অতিরিক্ত ভাতা পাবেন।

৫) সপ্তম বেতন কমিশনের প্রস্তাব মেনে কেন্দ্রীয় ও রাজ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পেনশনের সীমা গত মাসেই পুনর্বিন্যস্ত করেছে সরকার।

Advertisment