Uttarakhand Road Accident: ভয়াবহ পথদুর্ঘটনা উত্তরাখণ্ডে। রুদ্রপ্রয়াগে ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়কে একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সরকারি সূত্রে জানা গিয়েছে ওই টেম্পোতে ১৭ জন যাত্রী ছিলেন। বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় পুলিশ ও এসডিআরএফ ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে
শনিবার ঋষিকেশ-বদরীনাথ জাতীয় সড়কের কাছে একটি টেম্পো ট্রাভেলার অলকানন্দা নদীতে পড়ে যাওয়ায় বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এদিকে ঘটনায় শোক প্রকাশ করে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন যে স্থানীয় প্রশাসন এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) দলগুলি বর্তমানে উদ্ধার অভিযানে চালাচ্ছে। তিনি এক্স হ্যাণ্ডেলে এক ট্যুইট বার্তায় লিখেছেন, "রুদ্রপ্রয়াগ জেলায় একটি টেম্পো ট্রাভেলার দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুর দুঃখজনক খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন এবং এসডিআরএফ দল ত্রাণ ও উদ্ধার অভিযানে নিযুক্ত রয়েছে,"।
আরও পড়ুন : < Post Poll Violence: ভোট পর্ব মেটার পর বাংলার দিকে দিকে ‘আক্রান্ত’ BJP, শেষমেশ বিরাট পদক্ষেপ নাড্ডার >
তিনি যোগ করেছেন, আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং জেলা শাসককে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছেন।