/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/07/Mahakal-Temple.jpg)
কোভিড বিধি ভেঙে মহাকাল মন্দিরে ভক্তদের হুড়োহুড়ি
শ্রাবণের প্রথম সোমবারই বিপত্তি উজ্জয়নীর বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে। ভক্তদের হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার উপক্রম। আহত বহু পুণ্যার্থী। মন্দিরে ঠেলাঠেলির ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে, মন্দিরে ঢোকার জন্য হুড়োহুড়ি করছেন পুণ্যার্থীরা। এক অপরকে ধাক্কা দিয়ে আগে মন্দিরে ঢোকার চেষ্টা করতে পরিস্থিতি বেগতিক হয়।
ঘটনায় বহু মানুষ মাটিতে পড়ে যান। এক অন্যের উপর পড়ে গিয়ে জখম হন বহু। পদপিষ্ট হওয়ার উপক্রম হয়। একটি ব্যারিকেড সম্পূর্ণ ভেঙে গিয়েছে বলে জানিয়েছেন এক আধিকারিক। শ্রাবণ মাসের প্রথম সোমবার মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ায় এই অবস্থা হয়।
এদিন মহাকালেশ্বর মন্দিরে গিয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী-সহ বেশ কিছু ভিআইপি। তাঁরা যাওয়ার পর লাইনে দাঁড়িয়ে থাকা ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ভিড় সামলাতে ব্যর্থ হয় পুলিশ। আহতদের মধ্যে বেশ কিছু মহিলা ও শিশু রয়েছেন।
আরও পড়ুন মিজোরামের সঙ্গে সীমান্ত বিবাদে চরম সংঘর্ষ! আসামের পাঁচ পুলিশকর্মী নিহত
#WATCH | A stampede-like situation was seen at Mahakaleshwar Temple in Ujjain, Madhya Pradesh yesterday pic.twitter.com/yxJxIYkAU5
— ANI (@ANI) July 27, 2021
এদিন মন্দিরে ভক্তদের লাইনে কোভিড বিধিভঙ্গ হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ভিআইপিদের এন্ট্রি হলেও তাঁদের কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, এর জন্য অধৈর্য হয়ে পড়েন ভক্তরা। লাইন ভেঙে অনেকে ভিতরে ঢুকতে যান। হুড়োহুড়ি পয়ে যায় তখন। মন্দির কর্তৃপক্ষের তরফে মুলচাঁদ জুনওয়াল জানিয়েছেন, "সকাল ৮.৩০ নাগাদ চার নম্বর গেটের কাছে দর্শনার্থীরা ভিতরে ঢোকার চেষ্টা করলে ব্যারিকেড ভাঙে। তারপর বেশ কিছু দর্শনার্থী দৌড়ে মন্দিরের ভিতরে ঢুকে মূল বিগ্রহের কাছে যাওয়ার চেষ্টা করেন। ভাগ্য ভাল কোনও বড় দুর্ঘটনা হয়নি।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন